চোখে রোদচশমা, গলায় সোনার চেইন। একেবারে যেন বাপ্পি লাহিড়ী। গান গাওয়ার আদব কায়দাতেও দারুণ মিল। আর হবে নাই বা কেন, কিংবদন্তি নানার যোগ্য উত্তরসূরী বলে কথা। নানার পথেই নাতির বিচরণ। নানার শরীরী ভাষা অর্থাৎ স্টাইল তা প্রায় রপ্ত করতে শুরু করে দিয়েছে নাতি রেগো। বলিউডে ৫০ বছরের ক্যারিয়ারে নানা অসংখ্য হিট গান উপহার দিয়েছেন।
সারেগামাপা থেকে এবার পুজায় মুক্তি পেল বাপ্পি লাহিড়ীর নাতি রেগোর প্রথম গান ‘বাচ্চা পার্টি’। প্রথম গানেই রেগো বুঝিয়ে দিলেন, তিনি খুব শীঘ্রই স্টার হতে চলেছেন। নেটিজেনরা ইতিমধ্য়েই প্রশংসা করেছে রেগোর এই গান। অনেকেই বলছেন, রেগো যেন একেবারেই দাদু বাপ্পি লাহিড়ীর মতো।
এই গানের মিউজিক করেছেন সমীর ট্যান্ডন এবং কোরিওগ্রাফি করেছেন রাহুল শেঠি। সদ্য ‘সারেগামা’ থেকে এই গানের ভিডিও মুক্তি পেয়েছে। এই মিউজিক ভিডিওতে বহু শিশুশিল্পী রয়েছে।
সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ীর মেয়ে রিমা ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘লিটল স্টার’ রিলিজ করেন। রিমারও প্রথম কাজ ছিল সারেগামাপা থেকেই। এ বার তাঁর ছেলে রেগোর সংগীত সফর শুরু হল সেই একই জায়গা থেকে।
পুজায় এবার ঋতুপর্ণার সঙ্গে ‘ফুলমতি’ গান তৈরি করেছেন বাপ্পি লাহিড়ী। বহু দিন পর গানে সুর দিলেন বাপ্পি। মাঝে রটেছিল, অসুস্থতার জন্য় নাকি বাপ্পি লাহিড়ী কণ্ঠস্বর হারিয়েছেন। তবে খবরকে মিথ্য়ে বলেই ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পি। আপাতত, নাতি রেগোর গানেই মেতে আছেন এই সংগীত পরিচালক।