হোম > বিনোদন > গান

‘পাগলাটে মন’ নিয়ে হাজির অবন্তী সিঁথি

ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত হয়েছে এ সময়ের জনপ্রিয় গায়িকা অবন্তী সিঁথির নতুন গান— ‘পাগলাটে মন’। বিপুল তালুকদারের লেখা গানে সুর দিয়েছেন মোহন রায়। আর সংগীতায়োজনে আছেন সুমন কল্যাণ। গানটির ভিডিও তৈরি করেছেন বাবু ও ফয়সাল।

গায়িকা অবন্তী সিঁথি বলেন, ‘প্রিয়জনকে কাছে পাওয়ার আকাংঙ্খা আর পাগলামীর কথা আছে এই গানে। সব মিলিয়ে পাগলাটে মন খুব দারুণ একটা গান। আমার গান যাঁরা পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। প্রকাশের পর অনেকেই গানটির প্রশংসা করছেন।’

গীতিকার বিপুল তালুকদার বলেন, ‘প্রিয়জনের জন্য ব্যাকুল হয়ে থাকা হৃদয় যখন তাকে কাছে পায় না, তখন উতলা মনে যে আকুলতা তৈরি হয় সে অনুভূতিই ফুটিয়ে তোলা হয়েছে এ গানে। সুরেও সেই আবেদন স্পষ্ট। অবন্তী সিথিঁ গেয়েছেনও দরদ দিয়ে। আশা করছি সবার ভালো লাগবে।’ 

কয়েকদিন আগে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘পাগলাটে মন’ গানটি।

শুনুন অবন্তী সিঁথির নতুন গান ‘পাগলাটে মন’:

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর