নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকেই সৃষ্টি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানগুলো। তাঁর প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভূত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’। এবার গাজায় সংঘটিত ইসরায়েলের ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গান গেয়েছেন সায়ান। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটি তিনি গেয়েছেন নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য।
আজ মঙ্গলবার সায়ান তাঁর ফেসবুকে গানটি পোস্ট করেছেন। জানিয়েছেন, তাঁর ইউটিউব চ্যানেল থেকে শিগগির প্রকাশিত হবে এটি। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানটির সংগীত আয়োজন করেছেন শফিকুজ্জামান শাওন আর গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রভাত।
উল্লেখ্য, কয়েক দিন আগে সায়ান গেয়েছেন মহান স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ান নিজেই। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।