হোম > বিনোদন > গান

শাকিরার বিরুদ্ধে আবারও কর ফাঁকির অভিযোগ

জনপ্রিয় পপ তারকা শাকিরার বিরুদ্ধে আবারও কর ফাঁকির অভিযোগ উঠেছে। এই নিয়ে দ্বিতীয়বার শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন সরকার। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সেলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের প্রসিকিউটররা জানিয়েছেন, শাকিরা ২০১৮ সালে ৭.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য তিনি কয়েক লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন, যে তথ্য তিনি গোপন করেছেন। চলতি বছরের জুলাইয়ে এ নিয়ে তদন্ত শুরু হয়, গত মঙ্গলবার এর বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের জুলাইয়ে শাকিরার বিরুদ্ধে প্রথম কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল। বার্সেলোনার প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন, শাকিরা কর ফাঁকি দিয়েছেন। তিনি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অর্ধেকেরও বেশি সময় স্পেনে বসবাস করেছেন।

৪৬ বছর বয়সী এই তারকা সংগীতশিল্পী বর্তমানে মিয়ামিকে থাকেন। সেখানে তাঁর লিগ্যাল টিমও কর ফাঁকির এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। গত বছর নভেম্বরে বার্সেলোনায় ৬টি পৃথক কর ফাঁকির মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন শাকিরা। ২০১২ থেকে ২০১৪ সালে ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

কর ফাঁকির অভিযোগ বরাবরই নাকচ করেছেন শাকিরা। সেপ্টেম্বরে এল ম্যাগাজিনের স্প্যানিশ সংস্করণে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে এই মামলা আমার সমর্থনে যাবে। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং ন্যায়বিচার আমার পক্ষেই আসবে’।

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা