হোম > বিনোদন > গান

অ্যালবাম ফ্লপ: একের পর এক কনসার্ট বাতিল করছেন লোপেজ

মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি...নাউ’ মুক্তি পেয়েছে। ১০ বছরের বিরতি কাটিয়ে গত ১৬ ফেব্রুয়ারি অ্যালবামটি মুক্তি দেন তিনি। ২০২২ সালের আগস্টে শুরু হওয়া অ্যালবামটির রেকর্ড শেষ হয়েছিল গত বছরের ২৯ জুন।

অ্যালবামের নামে গায়িকার ‘দিস ইজ মি...নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা আগামী ২৬ জুন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়ে আগামী ৩১ আগস্ট কনসার্টটি শেষ হওয়ার কথা ছিল। মাঝে কানাডায় কয়েকটি শো রাখা হয়।

ভ্যারাইটির খবর অনুযায়ী, আগামী ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিতব্য সাতটি কনসার্ট কোনো কারণ না দেখিয়েই বাতিল করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১৭ আগস্ট লোপজের নিজের শহর নিউইয়র্কে শো দিয়ে শেষ হবে কনসার্টটি।

অ্যালবামটি নিয়ে লোপেজের ভক্ত-সমর্থকদের ব্যাপক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। গত মাসে বিলবোর্ড হট হান্ড্রেডে অ্যালবামটি ছিল ৩৮ নম্বরে। অনেকে মনে করছেন, অ্যালবামের এমন ব্যর্থতার কারণেই সাতটি কনসার্ট বাতিল করেছেন লোপেজ।

টিকিট বিক্রির কোম্পানি টিকিটমাস্টারে ওয়েবসাইটে এই দিনগুলোর শো’র টিকিট বা কোনো খবর পাওয়া যাচ্ছে না আর। টিকিট কাটতে গেলে দেখা যাচ্ছে শো বাতিল হয়ে গেছে। যারা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত জেনিফার লোপেজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরেকটি সূত্র ভ্যারাইটিকে জানিয়েছে, মূলত আয়োজকদের নানা অব্যবস্থার কারণে কনসার্টগুলো বাতিল হয়ে থাকতে পারে। তবে লোপেজ বা তাঁর মুখপাত্র এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তাই কনসার্ট বাতিল হওয়া নিয়ে ব্যাখ্যাও পাওয়া যায়নি।

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস