হোম > বিনোদন > গান

প্রথমবার আধুনিক গান নিয়ে আসছেন কিশোর পলাশ

বিনোদন প্রতিবেদক

ফোক ঘরানার শিল্পী হিসেবেই পরিচিত কিশোর পলা। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে তিনি এতদিন ফোক গান গাইলেও এবারই প্রথম আধুনিক গান গাইলেন। সঙ্গীতপ্রেমীদের মনের অনুভূতি রাঙাতে এরই মধ্যে প্রস্তুত হয়েছে তাঁর ‘মনের ব্যাপার’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। চমৎকার কাব্যকথনে গানটি লিখেছেন শরীফ আল-দ্বীন। অভি আকাশের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুসফিক লিটু।

সম্প্রতি বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন হয়েছে গানের মনোমুগ্ধকর একটি মিউজিক ভিডিও। এটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটিতে মডেল হয়েছেন মডেল-অভিনেতা ইমতু রাতিশ ও অলঙ্কার চৌধুরী। গানটির মিউজিক ভিডিও বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে দেশের শীর্ষস্থানীয় অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ এর ইউটিউব চ্যানেলে। গানটি মুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

নতুন গান প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, ‘প্রথমবারের মত আধুনিক গান করেছি। নিজের গণ্ডি পেরিয়ে অন্য ধারায় গান করেছি। এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। অসম্ভব সুন্দর কথামালায় গানটি লিখেছেন শরীফ আল দ্বীন এবং চমৎকার সুর করেছেন অভি আকাশ। পাশাপাশি মুসফিক লিটুর সঙ্গীত পরিচালনায় গানটি ভিন্ন এক মুগ্ধতা তৈরি করেছে। আমিও চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে গাইতে। আশা করছি, গানটি সবার মধ্যে ভিন্ন এক অনুভূতি জোগাবে।’

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে