হোম > বিনোদন > গান

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প দুর্গতদের পাশে মেটালিকা ব্যান্ড

বিশ্বের জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেটালিকা তাদের নিজস্ব দাতব্য সংগঠন ‘অল উইদিন মাই হ্যান্ডস’র মাধ্যমে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প দুর্গতদের জন্য আড়াই লাখ ডলার সহায়তা পাঠিয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টুইটারে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে দাতব্য সংগঠনটি সমবেদনা জানিয়ে বলে, তুরস্কের দক্ষিণাঞ্চলে ও সিরিয়ার উত্তরাঞ্চলে ধ্বংসযজ্ঞে আমরা নির্বাক হয়ে পড়েছি।

সংগঠনটি জানায়, তারা ডাইরেক্ট রিলিফ ও ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের দুটি অলাভজন প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার ডলার করে দেবে।

গত মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে অল উইদিন মাই হ্যান্ডস আরও জানায়, এই তহবিল ‘অত্যন্ত জরুরি স্বাস্থ্য সেবা ও খাবারের’ জন্য ব্যয় করা হবে।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। এ পর্যন্ত এই মর্মান্তিক ও ভয়াবহ দুর্যোগে দুই দেশ মিলিয়ে ৪১ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 ১৯৮১ সালে প্রতিষ্ঠিত মেটালিকা এই পর্যন্ত গ্র্যামি জিতেছে আটবার। তাদের টানা পাঁচটি অ্যালবাম মুক্তির প্রথম সপ্তাহে ছিল বিলবোর্ডের শীর্ষে। এর মধ্যে মেটালিকা নামের অ্যালবামটিকে ধরা হয় ইতিহাসের অন্যতম ব্যবসাসফল অ্যালবাম। ১৯৯১ সাল থেকে সাউন্ডস্ক্যানের হিসাবে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। সব অ্যালবাম মিলিয়ে বিক্রির হারে তারা আছে তৃতীয় অবস্থানে। ২০০৯ সালে তাদের নাম উঠেছে রক অ্যান্ড রোল হল অব ফেমেও।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন