হোম > বিনোদন > গান

র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে ৪০ মিলিয়ন ডলারের মামলা করল তাঁর প্রাক্তন

পপ সুপারস্টার ও র‍্যাপার ব্যাড বানির বিরুদ্ধে তাঁর প্রাক্তন বান্ধবী কার্লিজ দে লা ক্রুজ হার্নান্দেজ ৪০ মিলিয়ন ডলারের মামলা করেছেন। হার্নান্দেজের দাবি, বানি অনুমতি ছাড়াই দুটি গানে তাঁর একটি রেকর্ডিং ব্যবহার করেছেন। যা তিনি ২০১৫ সালে মোবাইল ফোনে ‘ব্যাড বানি বেবি’ নামে রেকর্ড করেছিলেন। ঘটনাটি বানির বিখ্যাত এবং তাঁদের বিচ্ছেদ হওয়ার আগের। 

এই মাসের শুরুতে মিসেস দে লা ক্রুজ পুয়ের্তো রিকোতে ব্যাড বানির বিরুদ্ধে এ মামলা করেছেন। তবে এ বিষয়ে আইনি পদক্ষেপ নিয়ে এখনো কোনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি ব্যাড বানি। 

পুয়ের্তো রিকান গায়ক এবং র‍্যাপার ‘ব্যাড বানি বেবি’ লাইনটি ২০১৭ সালের একক ‘পা টি’ এবং ২০২২ সালের গান দস মিল–১৬ তে ব্যবহার করেছেন। গত তিন বছর ধরে স্পটিফাইতে ব্যাড বানির গান সবচেয়ে বেশি শুনেছে শ্রোতারা। 

বলা হয়ে থাকে, এই জুটি ২০১১ সালে একত্রিত হয়েছিল এবং দুজনেই ব্যাড বানি নামে একটি সুপার মার্কেটে কাজ করতেন। পাশাপাশি তাঁরা সংগীত কম্পোজিশনও করতেন। যদিও ব্যাড বানির প্রকৃত নাম বেনিতো মার্তিনেজ ওকাসিও। 

দে লা ক্রুজ বন্ধুর বাড়ির বাথরুমে ভয়েস নোট অ্যাপ ব্যবহার করে ‘ব্যাড বানি বেবি’ গানটির নিজের কয়েকটি সংস্করণ রেকর্ড করেন। পরে সেগুলো মার্তিনেজের কাছে পাঠান। মার্তিনেজ সেগুলো প্রথমে সাউন্ড ক্লাউডে তাঁর গানে ব্যবহার করছেন। পরে ‘পা তি’ গানের ইন্ট্রোতেও ব্যবহার করেছেন। যা ইউটিউবে ৩৫৫ মিলিয়নেরও বেশি এবং স্পটিফাইতে ২৩৫ মিলিয়ন দর্শক–শ্রোতা দেখেছেন ও শুনেছেন।

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব