হোম > বিনোদন > গান

‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে সুমনার গান

জাতির জনক শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম।

ছবির জন্য গান গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ শেখ ফারজানা তাসনিম সুমনা। এই গানের মধ্য দিয়ে প্লেব্যাকে অভিষেক হচ্ছে সুমনার। গানটির সুর ও সুগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের।

ইমন সাহা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই অনলাইনে নিজস্ব তত্ত্বাবধানে গানটির রেকর্ডিং করেন ইমন। ৮ সেপ্টেম্বর ঢাকায় শিল্পী বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানের ভয়েজ দেন সুমনা।

ইমন সাহা বলেন, ‘সম্প্রতি সুমনার জন্য একটি গান করেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সুমনার গায়কী শুনে কুমার বিশ্বজিৎ গানটি আমাকে পাঠান। গানটি শুনেই আমার মনে হয়, ‘“রাসেলের জন্য অপেক্ষা” ছবিতে সুমনাকে দিয়ে গাওয়ানো যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করে গানটি তৈরি করি। যতটা আশা করেছিলাম, তারচেয়েও ভালো গেয়েছেন সুমনা।’

নিজের প্রথম প্লেব্যাক প্রসঙ্গে সুমনা বলেন, ‘আমি চাইছিলাম, এমন একটা গান দিয়ে চলচ্চিত্রের গানে আমার অভিষেক হোক যে গানটি স্মরণীয় হয়ে থাকবে। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি ভীষণ খুশি। এ জন্য আমি শিল্পী কুমার বিশ্বজিৎ ও ইমন সাহা দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের চেষ্টাতেই আমার স্বপ্ন পূরণ হলো। গানটি শিশুকণ্ঠে গাইতে হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না। তবে সুরকার ও ছবির পরিচালক দুজনেই বলেছেন ভালো হয়েছে।’

‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’