হোম > বিনোদন > গান

‘কথা ক’-এর সেজান গাইলেন সিনেমায়

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সেজান ও আহমেদ হাসান সানি। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘কথা ক’ গান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। তিনি এবার নাম লেখালেন সিনেমার গানে। তাঁর গাওয়া ‘এই শহর স্বার্থপর’ গানটি ব্যবহার করা হয়েছে ‘প্রিয় মালতী’ সিনেমায়। মহানগর ঢাকার নিম্নমধ্যবিত্তদের বঞ্চনা আর বৈষম্যের কথা উঠে এসেছে এই গানে।

এই শহর স্বার্থপর গানটি লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সেজান ও আহমেদ হাসান সানি। সুর ও সংগীত সেজানের। গতকাল প্রকাশ পেয়েছে গানটি। এতে নিজের স্বভাবসুলভ ঢঙে হাজির হয়েছেন সানি এবং সেজানের কণ্ঠে ছিল র‍্যাপ অংশ।

এই শহরে যে সাম্য নেই, সেটা এই গান লেখার মূল ভিত্তি। গানটির প্রতি লাইনে তাই প্রতিবাদ, রাগ ও ক্ষোভ রয়েছে বলে জানান সানি। এই গীতিকার ও সংগীতশিল্পী বলেন, ‘ঢাকা শহর খুবই স্বার্থপর। এখানে ধনীরা সুবিধাভোগী। গানের কথা, সুর ও গায়কিতে সেই বক্তব্য দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

প্রিয় মালতী মুক্তি পাবে ২০ ডিসেম্বর। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নিম্নমধ্যবিত্ত এক লড়াকু নারী মালতী রানী দাশের চরিত্রে। হঠাৎ একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় এলোমেলো হয়ে যায় তার জীবন। তাকে লড়াই করতে হয় সমাজ, প্রচলিত পদ্ধতি ও নিয়মের বিরুদ্ধে। এরই মধ্যে প্রিয় মালতী সিনেমা প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। সিনেমাটি দুটি উৎসবেই পেয়েছে দর্শকদের প্রশংসা।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন