হোম > বিনোদন > গান

রূপঙ্কর বললেন, ‘আমি কেকের বিরুদ্ধে কিছু বলতে চাইনি’

মারা গেছেন বলিউডের জনপ্রিয় গায়ক কেকে। মঙ্গলবার কলকাতায় কনসার্ট করতে এসে চলে গেলেন না ফেরার দেশে। তা-ও মাত্র ৫৩ বছর বয়সে। কলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করে বেরিয়ে হোটেলে ঢোকার পরেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কেকে মারা যাওয়ার পর আলোচনায় এসেছে রূপঙ্কর বাগচি ও নজরুল মঞ্চের অব্যবস্থাপনা। মঙ্গলবার রাত থেকেই এ দুই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে। রূপঙ্করকে নিয়ে নানা নেতিবাচক কথা বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার বিকেলে কেকেকে রূপঙ্কর বলেছিলেন, ‘কেকে ভালো গায়ক। কিন্তু ওর লাইভ ভিডিও দেখার পরে উপলব্ধি হলো, কেকে জাতীয় স্তরে যে জনপ্রিয়তা পেয়েছেন, বাংলার শিল্পীরা কোনো অংশে কম নন। আমি, রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য— আমরা সবাই কেকের থেকে ভালো গান গাই!’

মৃত্যুর পর সে কথাই ঘুরেফিরে আসছে। রূপঙ্কর সুর বদলে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে। কেকে অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন। এটা ওর মৃত্যুর বয়স নয়। অতীতে অনেক মিউজিশিয়ান ছেড়ে চলে গেছেন। ওর সেই বয়স নয়। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি কেকের বিরুদ্ধে কিছু বলতে চাইনি। মানুষ বুঝতে না পারলে সত্যি খারাপ লাগবে। বাংলা গান, বাংলা সাহিত্য নিয়ে বলতে চেয়েছিলাম আমি। ওর ওপর কেন রাগ থাকবে? আমি ওর ভক্ত। আমার বক্তব্য নিয়ে কেউ অন্য কিছু ভেবে থাকলে সেটা তাঁদের ভুল।’

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন