হোম > বিনোদন > গান

জিতুর সুরে গাইলেন কোনাল

অভিজিত সরকার জিতুর সুর-সংগীতে গান গেয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কনকচাঁপা, স্বীকৃতি, অনিমা ডি কস্টাসহ আরও অনেকেই। এবার তিনি গান বাঁধলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনালের জন্য। মেহেদী হাসান পরিচালিত ‘জল জোছনায়’ সিনেমায় ‘মায়ার চাদর’ শিরোনামের গানটিতে কোনালের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। গানটি লিখেছেন সেজুল হোসেন।

এরই মধ্যে জল জোছনায় সিনেমার শুটিং শুরু হয়েছে। তার আগেই গানের রেকর্ডিং শেষ করেছেন জিতু। কোনালের গায়কী প্রসঙ্গে জিতু বলেন, ‘গানটির যখন কাজ করছিলাম, তখনই ভেবেছিলাম গানটি কোনালকে দিয়ে গাওয়াব। রেকর্ডিংয়ের পর মনে হয়েছে গানটি তাঁর জন্যই পারফেক্ট হয়েছে। তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছে তানজীব। সেও ভালো গেয়েছে।’

কোনাল বলেন, ‘জিতু ভাই খুবই সুন্দর সুর করেন। আমি আর তানজীব এই প্রথম একসঙ্গে গাইলাম। ভীষণ সুইট রোমান্টিক একটা গান। খুবই ভালো লেগেছে গানটি গেয়ে। আশা করি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস