হোম > বিনোদন > গান

গান-কবিতায় জুয়েলকে স্মরণ করলেন সহকর্মী ও বন্ধুরা

প্রয়াত সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল স্মরণে অনুষ্ঠিত হলো ‘সেদিনের এক বিকেলে’ শীর্ষক এক আলোচনা সভা। গতকাল রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় জুয়েলকে নিয়ে স্মৃতিচারণা করেন তাঁর সহকর্মী ও বন্ধুরা।

অনুষ্ঠানে গান-কবিতা পরিবেশনের পাশাপাশি অতিথিদের স্মৃতিচারণার মধ্য দিয়ে উঠে আসে জুয়েলের সংগীত জীবন, কর্মজীবন ও বন্ধুত্বের নানা দিক। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, রাশিদ খান ও মাসুদুজ্জামানের উপস্থাপনায় স্মৃতিচারণামূলক আলোচনায় অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নকীব খান, গীতিকার জুলফিকার রাসেল, নির্মাতা সৈয়দ আওলাদ, আ কা রেজা গালিব, মিডিয়া ব্যক্তিত্ব গাউসুল আলম শাওন, আবৃত্তিকার শিমুল মুস্তাফাসহ জুয়েলের পরিবার ও নিকটতম বন্ধুরা।

অনুষ্ঠানে জুয়েলের গাওয়া জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার, কবিতা আবৃত্তি করেন শিমুল মুস্তাফা। এ ছাড়া, অডিও ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে জুয়েলের বৈচিত্র্যময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করা হয়।

বাংলাদেশে মেলোডি ধাঁচের গানে দর্শক–শ্রোতার কাছে প্রিয় নাম জুয়েল। তিনি ১০টি একক অ্যালবামসহ ৫০–এর অধিক যৌথ অ্যালবামে গান করেন। তাঁর গাওয়া উল্লেখযোগ্য গান ‘সেদিনের এক বিকেলে’, ‘চোখের ভেতর স্বপ্ন থাকে’, ‘সামনে তোমার চাঁদের পাহাড়’, ‘আমার আছে অন্ধকার’, খুব সকালে’ ইত্যাদি।  উপস্থাপক হিসেবেও টেলিভিশন ও টেলিভিশনের বাইরে নানা অনুষ্ঠানে সফলতার স্বাক্ষর রেখেছেন জুয়েল। নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র। বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা এবং করপোরেটদের জন্য ডকুমেন্টারি, বিজ্ঞাপনচিত্র, সচেতনতামূলক অডিও ভিজ্যুয়াল নির্মাণ করেন। গত ৩০ জুলাই রাজধানীর একটি হাসপাতালে মারা যান জুয়েল। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন।

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান