হোম > বিনোদন > গান

ভয় পেয়ে কনসার্ট ছেড়ে পালালেন নিক জোনাস, কী ঘটেছিল?

পপ তারকা হিসেবে বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা রয়েছে নিক জোনাসের। জোনাস ব্রাদার্সের অন্যতম সদস্য তিনি। ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে সম্প্রতি প্রাগে আয়োজিত এক কনসার্টে গাইছিলেন নিক। সঙ্গে ছিলেন তাঁর দুই ভাই জো জোনাস ও কেভিন জোনাস। হঠাৎ গান থামিয়ে দেন প্রিয়াংকা চোপড়ার স্বামী। দুই হাতে বিপদ সংকেত দেখিয়ে মঞ্চ থেকে দ্রুত নেমে আসেন। দৌড়ে বেরিয়ে যান কনসার্টস্থল থেকে।

এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওতে দেখা যায়, স্বাভাবিকভাবেই মঞ্চে গান গাইছিলেন নিক। হঠাৎ আশপাশে তাকিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ান। নিরাপত্তারক্ষীকে উদ্দেশ করে বিপদ সংকেত দেখিয়ে দৌড়ে মঞ্চ থেকে নেমে যান। তার পেছনে দৌড়াতে থাকেন নিরাপত্তারক্ষীও। নিক দৌড়ে বেরিয়ে গেলেও তখনও মঞ্চে ছিলেন জো ও কেভিন। দর্শক বুঝে উঠতে পারছিলেন না আসলে কী ঘটছে!

জানা গেছে, দর্শকদের মধ্য থেকে এক ব্যক্তি লেজার লাইট তাক করেছিলেন নিকের দিকে। সে আলো নিকের মুখে এসে পড়ছিল। এ ঘটনায় ভয় পেয়ে যান গায়ক। বিপদের আশঙ্কা করে দ্রুত মঞ্চ থেকে নেমে যান।

কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা সঙ্গে সঙ্গে তৎপর হন। শুরু হয় তল্লাশি অভিযান। যে দর্শক নিকের দিকে লেজার তাক করেছিলেন, তাঁকে চিহ্নিত করা হয়। তবে কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না ওই দর্শকের। সব জানার পর তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর মঞ্চে ফেরেন নিক জোনাস। আবার গান শুরু করেন। এর পর আর কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে অনুষ্ঠান শেষ করতে পেরেছে জোনাস ব্রাদার্স।

 

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন