হোম > বিনোদন > গান

বিতর্ক দিয়েই শেষ হলো সুরেলা সফর

শেষ হলো দীর্ঘ ছয় মাসের সুরেলা সফর। এ বছরের সারেগামাপা বিজয়ীর দেখা পাওয়া গেল। নৈহাটির ছেলে অর্কদীপ মিশ্র। প্রধানত ফোক গান করেন। লম্বা চুল, আলুথালু পোশাকের, খানিক অগোছালো এই ছেলেটির হাতেই উঠল এবারের সারেগামাপা ট্রফি। কয়েক সপ্তাহ আগেই সারেগামাপার গ্র্যান্ড ফিনালের শুটিং শেষ হয়েছিল। রোববার (১৮ এপ্রিল) রাতে প্রচার হলো সেই পর্ব।

সারেগামাপার শেষ ছয়ে জায়গা করে নিয়েছিলেন ছয়জন। অর্কদীপ মিশ্র, রক্তিম চৌধুরী, বিদীপ্তা চক্রবর্তী, জ্যোতি শর্মা, নীহারিকা নাথ ও আনুশকা পাত্র। রোববারের পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ তিনে জায়গা করে নেন অর্কদীপ, নীহারিকা ও বিদীপ্তা। দুই নারী প্রতিযোগীকে হারিয়ে শেষ হাসি হাসলেন অর্কদীপ।

দ্বিতীয় স্থানে শেষ করেন ত্রিপুরা আগরতলার মেয়ে নীহারিকা নাথ। আর সেকেন্ড রানার আপের তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বিদীপ্তা চক্রবর্তীকে।

ফোক ঘরানার গায়ক অর্কদীপ। ইমন চক্রবর্তীর টিমের এ সদস্য তাঁর ‘গুরুভাই’ও বটে। তাই শুরু থেকেই অর্কদীপের প্রতি একটু বেশিই পক্ষপাতিত্ব করে এসেছেন ইমন চক্রবর্তী।

অর্কদীপকে চ্যাম্পিয়ন ঘোষণার পরই সামাজিকযোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড়। কিছু দর্শকের মতে, নীহারিকা ও বিদীপ্তার গায়কি অনেক বেশি মুগ্ধ করেছে। ফাইনালেও তাঁদের পারফরম্যান্স এগিয়ে ছিল। কিন্তু কীভাবে অর্কদীপকে বিজয়ী ঘোষণা করা হলো? ক্ষোভ উপচে পড়ছে ফেসবুক-ইনস্টাগ্রামে।

ট্রফি জেতার পর বিতর্কের জবাব দিয়েছেন অর্কদীপ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘যাঁরা আমাকে পছন্দ করেন, অথবা যাঁরা অপছন্দ করেন, প্রত্যেকের উদ্দেশে জানাই আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। এভাবেই আমার পাশে থাকুন।’

নীহারিকা, বিদীপ্তার ফেসবুক-ইনস্টাগ্রাম প্রোফাইলে মন্তব্যের ভিড়। তাঁদের ভক্তদের দাবি, ট্রফি অর্কদীপ জিতলেও তাঁরাই আসল চ্যাম্পিয়ন!

ট্রফির পাশাপাশি ২ লাখ টাকার পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়েছে অর্কদীপের হাতে। অন্যদিকে ১ লাখ টাকা করে পেয়েছেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা নীহারিকা ও বিদীপ্তা।

এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন বলিউডের কেকে, শঙ্কর মহাদেবন ও শান। পুরো আসরে বিচারকের ভূমিকায় ছিলেন শ্রীকান্ত আচার্য, মিকা সিং, আকৃতি কক্কর ও জয় সরকার। অন্যদিকে মেন্টরের ভূমিকায় ছিলেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় ও মনোময় ভট্টাচার্য। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া এ সিজন উপস্থাপনা করেছেন আবির চট্টোপাধ্যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন