হোম > বিনোদন > গান

আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার

আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার। সংস্কৃতিতে অসামান্য অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা জানাবে বেসরকারি টিভি চানেল আরটিভি। আগামীকাল ২ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠত্বের পুরস্কার। আরটিভির বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেওয়া হবে নির্বাচিতদের হাতে।

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ২০ হাজারের অধিক গান লিখেছেন তিনি। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানের (পরে বাংলাদেশ টেলিভিশন) সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করছেন। গাজী মাজহারুল আনোয়ার একাধারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল’ অ্যাওয়ার্ড লাভ করেন। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ তাঁর অর্জিত পুরস্কারের সংখ্যা ১২১টিরও অধিক।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন