হোম > বিনোদন > গান

আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার

আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার। সংস্কৃতিতে অসামান্য অবদান রাখার জন্য তাঁকে এই সম্মাননা জানাবে বেসরকারি টিভি চানেল আরটিভি। আগামীকাল ২ অক্টোবর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অনুষ্ঠানে মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠত্বের পুরস্কার। আরটিভির বিভিন্ন সংগীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেওয়া হবে নির্বাচিতদের হাতে।

অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ২০ হাজারের অধিক গান লিখেছেন তিনি। ১৯৬৪ সালে রেডিও পাকিস্তানের (পরে বাংলাদেশ টেলিভিশন) সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করছেন। গাজী মাজহারুল আনোয়ার একাধারে চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল’ অ্যাওয়ার্ড লাভ করেন। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ তাঁর অর্জিত পুরস্কারের সংখ্যা ১২১টিরও অধিক।

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান