হোম > বিনোদন > গান

ফাহমিদা নবীর নতুন গান ‘স্মৃতির দরজায়’

ভক্তদের জন্য আরও এক নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গতকাল বিকেল ৪টায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো ‘স্মৃতির দরজায়’ শিরোনামের গানটি। ‘স্মৃতির দরজায়, অসময়ে কে এসে দাঁড়ায়’ এমন কথায় গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রিদওয়ান নবী পঞ্চম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ফাহমিদা নবীর সঙ্গে গানের ভিডিওতে অভিনয় করেছেন নেয়ামত, আসাদ ও স্বর্ণা।

নতুন গান নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘অনেকেই নতুন নতুন গান করার প্রস্তাব নিয়ে আসছেন। কিন্তু সব গানের কথা ও সুর তো মনে দাগ কাটে না। মনে না চাইলে গাইব কী করে! তাই গাওয়া হয় না। তবে এই গানটির কথাগুলো ভীষণ ভালো লেগেছে। সেই কথার ওপর পঞ্চম যখন সুর বসাল, খুব মনে ধরল গানটি। ভয়েস রেকর্ডিং শেষে একটি চমৎকার ভিডিও তৈরি হয়েছে। আমি নিজেও সেই মিউজিক ভিডিওর গল্পের অংশ হয়েছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে।’

গানটি নিয়ে গীতিকার জামাল হোসেন বলেন, ‘ফাহমিদা নবী আমাদের দেশের একজন গুণী শিল্পী। এ দেশে যে কজন শিল্পী সুন্দর কথা ও সুরে গান করেন, ফাহমিদা নবী তাঁদের একজন। তাই গানটি লেখার সময় ভেবেচিন্তে সচেতনভাবে লিখতে হয়েছে। সুরকার হিসেবে পঞ্চমের সুনাম রয়েছে। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে, শ্রুতিমধুর হয়েছে।’

গত ঈদে ফাহমিদা নবী উপহার দিয়েছিলেন ‘একটু আগে মন হারাল’ শিরোনামের গান। কেতন শেখের লেখা ও সুর করা গানটির সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। জনপ্রিয় হয়েছিল গানটি। এ বছর ‘অপরাহ্ণে’ ও ‘কোনো মানে নেই’ শিরোনামের আরও দুটি গান প্রকাশ করেছেন ফাহমিদা নবী। ‘অপরাহ্ণে’ লিখেছেন রেবেকা জামান পলিন, সুর করেছেন দূর্বা চৌধুরী। ‘কোনো মানে নেই’ গানটি লিখেছেন প্রয়াত সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। সুর ও সংগীত করেছেন জিয়া খান।

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’