হোম > বিনোদন > গান

শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল ‘আনন্দ উৎসব’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আনন্দ উৎসব’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামীকাল ৬ জুন শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মিঠুন চক্র ও আতিয়া আনিসা। ছবি: সংগৃহীত

শুরুতেই কাওয়ালি পরিবেশন করবেন সমীর কাওয়াল ও তাঁর সহশিল্পীরা। এরপর থাকছে কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা একক পরিবেশনা।

আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণার পরিবেশনা শেষে সংগীত পরিবেশন করবেন এঞ্জেল নূর। তিনি গাইবেন ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো। এরপর শিল্পী মিঠুন চক্র গেয়ে শোনাবেন জনপ্রিয় গান ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’।

এঞ্জেল নূর ও পারসা মেহজাবীন পূর্ণা। ছবি: সংগৃহীত

আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে ব্যান্ড আভাসের পরিবেশনা দিয়ে। ব্যান্ডটি গেয়ে শোনাবে তাদের জনপ্রিয় বেশ কিছু গান।

উল্লেখ্য, সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি অনুষ্ঠানে থাকবে একটি মেহেদি কর্নার। আগত অতিথিরা তাঁদের হাত রাঙিয়ে নিতে পারবেন মেহেদির রঙে। পুরো অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

ব্যান্ড আভাস। ছবি: সংগৃহীত

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান