হোম > বিনোদন > গান

আবারও নচিকেতার সঙ্গে গাইলেন আসিফ আলতাফ

দুই বছর আগে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে ‘কাঁটাতার’ শিরোনামের একটি গান করেছিলেন ঢাকার আসিফ আলতাফ। প্রশংসিত হয়েছিল গানটি। আবারও নচিকেতার সঙ্গে নতুন গান নিয়ে আসছেন আসিফ আলতাফ। ‘লক্ষ্য একই’ শিরোনামের গানটি লেখার পাশাপাশি সুর করেছেন আসিফ আলতাফ।

নতুন এই গানে সংগ্রাম, ব্যর্থতা ও স্বপ্নের কথা বলবেন নচিকেতা ও আসিফ। নচিকেতা চক্রবর্তী বলেন, ‘এবারের গানটা খুবই ইন্টারেস্টিং, আগের গানের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। আমাদের ভাবনা চিন্তাটা মেলে বলেই আলতাফের লেখা ও সুর আমার পছন্দ হয়। আলতাফ বাংলাদেশে বসে যেভাবে ভাবে, কলকাতায় বসে আমিও প্রায় ওরকমই ভাবার চেষ্টা করি।’

আসিফ আলতাফ বলেন, ‘নচিকেতার সঙ্গে যায় এমন একটা গান হয়েছে এবার। আমিও এমন গানই লিখতে চাই, গাইতে চাই। ফলে আমাদের দুজনের পছন্দ মিলে গিয়েই গানটা তৈরি হয়েছে। গানটা লিখে তাকে দেখানোর পর তিনি জানান গানের কথা খুবই পছন্দ করলেন। এরপর কলকাতায় গিয়ে একসঙ্গে রেকর্ড করলাম।’

দুই শিল্পীকে নিয়ে গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সোয়েব আহমেদ। আসছে ঈদে ‘আসিফ আলতাফ অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

 

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা