হোম > বিনোদন > গান

বিপ্রার প্রথম গান ‘পাবে না আমাকে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সানজিদা বিপ্রা। ছবি: সংগৃহীত

প্রকাশ পেল তরুণ সংগীতশিল্পী সানজিদা বিপ্রার প্রথম মৌলিক গান। ‘পাবে না আমাকে’ শিরোনামের গানটি লিখেছেন মিজানুর রাফি। সুর ও সংগীত করেছেন হৃদয় হাসিন। গানটি প্রকাশ পেয়েছে বিপ্রার ইউটিউব চ্যানেল থেকে।

ছোটবেলা থেকে ক্ল্যাসিক্যাল ও রবীন্দ্রসংগীতে তালিম নেওয়া বিপ্রার চর্চা রয়েছে নজরুলসংগীতেও। তবে নিজের প্রথম গান প্রকাশের ক্ষেত্রে বিপ্রা বেছে নিয়েছেন আধুনিক গানকে। এ প্রসঙ্গে বিপ্রা বলেন, ‘ছোটবেলা থেকে আমি ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত শিখেছি ও গাইছি। সংগীত বিভাগে পড়ার সুবাদে নজরুলসংগীতও গাওয়া হয় এখন। কিন্তু নিজের প্রথম গান প্রকাশের বেলায় বেছে নিয়েছি আধুনিক গান। এটা এক ধরনের এক্সপেরিমেন্ট। শ্রোতাদের ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে।’

রাজশাহীর মেয়ে বিপ্রা গান শিখেছেন প্রয়াত ওস্তাদ রবিউল হোসেনের কাছে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী তিনি। পরজ শিল্প একাডেমি নামে একটি গানের স্কুল রয়েছে বিপ্রার। সেখানে ক্ল্যাসিক্যালের পাশাপাশি অন্যান্য ধারার গানও শেখানো হয়। সব মিলিয়ে গানের সঙ্গেই কাটে বিপ্রার সারা বেলা।

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান