হোম > বিনোদন > গান

বর্ষায় লুৎফরের নতুন গান, সঙ্গে আফরোজা রূপা

লুৎফর হাসানের গানে পাওয়া যায় মধ্যবিত্ত জীবনযাপন ও আবেগ-অনুভূতির কথা। নাগরিক প্রেম-বিরহ তিনি যেমন সরল ভাষায় তুলে আনেন গানে, একইসঙ্গে থাকে প্রকৃতির বর্ণনাও। বৃষ্টি নিয়ে আগেও কয়েকটি গান করেছেন লুৎফর। এই আষাঢ়ের শেষপ্রান্তে তিনি দিলেন আরেকটি বৃষ্টিস্নাত সুখবর।

‘ঘুড়ি’খ্যাত গায়ক লুৎফর হাসান আসছেন বর্ষার নতুন গান নিয়ে। ‘যদি বৃষ্টি নামে’ শিরোনামের এ গানে তাঁর সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী আফরোজা রূপা। গানটির কথা ও সুর লুৎফর হাসানের। সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।

গানটি নিয়ে লুৎফর হাসান বলেন, ‘বৃষ্টির সন্ধ্যায় হাঁটতে হাঁটতে গানটি লিখি। সুর করার পর গুনগুন করছিলাম। ধ্রুব দাদাকে শোনানোর পর তিনি পছন্দ করলেন। তারপর সংগীত পরিচালক তরিকের সঙ্গে বসে এটার মিউজিক ডিজাইন করা হয়। ক্ল্যাসিকের মেলবন্ধনের জন্য রূপার কণ্ঠ যুক্ত করা হয়েছে। ফলে একটা মনমতো বৃষ্টির গান তৈরি করা গেল।’

সংগীতশিল্পী আফরোজা রূপা জানান, তিনি মূলত ক্ল্যাসিকের শিল্পী। আধুনিক গানে যুক্ত হওয়াটা তাঁর জন্য নতুন অভিজ্ঞতা। গানের কথা, সুর, সংগীত ভালো লেগেছে বলেই গেয়েছেন। শ্রোতারা পছন্দ করলে আধুনিক গানে নিয়মিত হবেন বলে জানিয়েছেন রূপা।

গানের ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পীরাই। নান্দনিক সেটে সন্ধ্যার বৃষ্টির আবহে গানের ভিডিও বানিয়েছেন চন্দন রায় চৌধুরী। ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘যদি বৃষ্টি নামে’।

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান