আর একসঙ্গে থাকছেন না কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও পিয়া চক্রবর্তী। বিবাহ বিচ্ছেদ হচ্ছে তাঁদের। বৃহস্পতিবার দুপুরে টুইট করে এ ঘোষণা দিয়েছেন স্বয়ং অনুপম। তিনি জানিয়েছেন, স্বামী স্ত্রী নয় পিয়া চক্রবর্তীর সঙ্গে বন্ধু হিসাবেই তাঁরা থাকবেন।
স্ত্রী পিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল মনে রাখার মতো, জানিয়ে অনুপম বলেছেন, ব্যক্তিগত মতানৈক্য এবং চিন্তার অমিলের কারণে স্বামী-স্ত্রী হিসেবে আর একসঙ্গে থাকতে পারছেন না তাঁরা।
২০১৫ সালের ৬ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন অনুপম।