করোনা মহামারিতে সবকিছু ওলট-পালট হয়ে গেছে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা বিপদে পড়েছেন আরও বেশি; বিশেষ করে সংগীতশিল্পীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর নাটক-সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও খুলতে শুরু করেছে। কিন্তু হচ্ছে না কোনো গানের অনুষ্ঠান। বন্ধ কনসার্ট। যন্ত্রীদের আয় একেবারেই বন্ধ। বিনোদনমাধ্যমের অন্যরা কোনোমতে চালিয়ে নিতে পারলেও সংগীতাঙ্গনে ভীষণ দুর্দশা।
কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী তাই এগিয়ে এসেছেন। সংগীতাঙ্গনের হঠাৎ অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করা যায় কি না, এই ভাবনা থেকে আয়োজন করেছেন অনলাইন কনসার্টের। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন আরও ২০ জনের বেশি সংগীতশিল্পী। যাঁরা সবাই ওই অনলাইন কনসার্টে গাইবেন।
এ বিষয়ে কথা হয় সংগীতশিল্পী লোপামুদ্রার সঙ্গে। ‘হোপ ২১’ কনসার্টে গাইবেন তিনিও। লোপামুদ্রা বলেন, ‘হাজার হাজার মানুষ শুধু গানবাজনাকে জীবিকা করে বাঁচে। গায়ক, যন্ত্রী, শব্দ প্রক্ষেপণ, আলো, স্টেজ, ব্যাকস্টেজ, ইভেন্ট ম্যানেজার–তাঁরা সবাই আজ অসহায়। এমনকি কেউ কেউ যন্ত্র বিক্রি করে দিয়েছেন বাধ্য হয়ে, সে খবরও আসছে। তাই আমরা সবাই আবার আপনাদের দ্বারস্থ হলাম। তাঁদের পাশে দাঁড়ান।’