হোম > বিনোদন > গান

সংগীতাঙ্গনে দুর্দশা, একসঙ্গে কলকাতার জনপ্রিয় শিল্পীরা

করোনা মহামারিতে সবকিছু ওলট-পালট হয়ে গেছে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা বিপদে পড়েছেন আরও বেশি; বিশেষ করে সংগীতশিল্পীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর নাটক-সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও খুলতে শুরু করেছে। কিন্তু হচ্ছে না কোনো গানের অনুষ্ঠান। বন্ধ কনসার্ট। যন্ত্রীদের আয় একেবারেই বন্ধ। বিনোদনমাধ্যমের অন্যরা কোনোমতে চালিয়ে নিতে পারলেও সংগীতাঙ্গনে ভীষণ দুর্দশা।

কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী তাই এগিয়ে এসেছেন। সংগীতাঙ্গনের হঠাৎ অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করা যায় কি না, এই ভাবনা থেকে আয়োজন করেছেন অনলাইন কনসার্টের। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন আরও ২০ জনের বেশি সংগীতশিল্পী। যাঁরা সবাই ওই অনলাইন কনসার্টে গাইবেন।

রূপঙ্কর বাগচী বলেন, ‘কোভিড পরিস্থিতি সবার জীবনেই ছাপ ফেলেছে। তবে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন মিউজিশিয়ান ও ব্যাকস্টেজের মানুষেরা। তাই তাঁদের পাশে দাঁড়াতে আমরা সবাই এক হয়েছি।’ ২৮ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় হবে ‘হোপ ২১’ নামের ওই কনসার্ট। গান শুনতে হলে কাটতে হবে টিকিট, ওই টিকিটের অর্থ ব্যবহৃত হবে শিল্পীদের সাহায্যে।

এ বিষয়ে কথা হয় সংগীতশিল্পী লোপামুদ্রার সঙ্গে। ‘হোপ ২১’ কনসার্টে গাইবেন তিনিও। লোপামুদ্রা বলেন, ‘হাজার হাজার মানুষ শুধু গানবাজনাকে জীবিকা করে বাঁচে। গায়ক, যন্ত্রী, শব্দ প্রক্ষেপণ, আলো, স্টেজ, ব্যাকস্টেজ, ইভেন্ট ম্যানেজার–তাঁরা সবাই আজ অসহায়। এমনকি কেউ কেউ যন্ত্র বিক্রি করে দিয়েছেন বাধ্য হয়ে, সে খবরও আসছে। তাই আমরা সবাই আবার আপনাদের দ্বারস্থ হলাম। তাঁদের পাশে দাঁড়ান।’

শিল্পীদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে আরও গাইবেন রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, উপল, চন্দ্রিল ভট্টাচার্য, সোমলতা, লগ্নজিতা, উজ্জয়িনীসহ অনেকেই।

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন