প্রকাশের অপেক্ষায় নচিকেতা চক্রবর্তীর মেয়ে ধানসিঁড়ি চক্রবর্তীর প্রথম একক। এতদিন বাবা নচিকেতা চক্রবর্তীর সঙ্গে মঞ্চে গাইতেন ধানসিঁড়ি। এবার নিজেই গান প্রকাশ করছেন। গানটির সুর ও সংগীত করেছেন ইন্দ্রজিৎ দে। লিখেছেন পৃথ্বীশ বন্দ্য়োপাধ্য়ায়।
নিজের প্রথম একক নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ধানসিঁড়ি জানিয়েছেন, ‘আমরা সারাক্ষণ ইন্টারনেট দুনিয়ায় থাকি। সব সময়ই আমরা অনলাইন। কখনও কখনও অফলাইনটাও হওয়া দরকার। এই নিয়ে মূলত আমার এই গান। এই প্রথম একা গান করছি। খুবই এক্সাইটেড।’
বাবা নচিকেতাকে নিজের গান আগেই শুনিয়েছেন ধানসিঁড়ি। কিংবদন্তি শিল্পী নাকি জানিয়েছেন, ‘তোর গান, কীভাবে গাইবি, তুই ঠিক করবি’। আপাতত নিজের নতুন যাত্রায় মনোনিবেশ করতে চান নচিকেতা কন্যা।