হোম > বিনোদন > গান

আবারও একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

‘ইয়ামাহা অন ট্রু সাউন্ড’-এর ব্যানারে আয়োজন করা হয়েছে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের একক কনসার্ট। আগামী ২২ জুলাই ঢাকার ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। একক এই কনসার্টে বাপ্পা মজুমদার তাঁর গাওয়া গানগুলো পরিবেশন করবেন নতুন অ্যারেঞ্জমেন্টে, নতুন ঢঙে। যেন পুরোনো গানেও খুঁজে পাওয়া যাবে নতুন ধ্বনি ও উপলব্ধি।

বাপ্পা মজুমদার বলেন, ‘যেকোনো শিল্পীর জন্যই একক শো বেশ গুরুত্বপূর্ণ। আমি মনে করি, এ ধরনের একক শো আরও অনেক বেশি হওয়া উচিত। এ ধরনের আয়োজনে একজন শিল্পী তাঁর পুরো শৈল্পিক ইতিহাস ফুটিয়ে তুলতে পারেন এবং পুরো আয়োজনটিই হয় সেই শিল্পীকে ঘিরে।’

কনসার্টে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি।

গেট সেট রক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে টিকিট। আয়োজন শুরু হবে আগামী ২২ জুলাই রাত ৮টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

২০২২ সালে প্রথম একক কনসার্ট করেন বাপ্পা মজুমদার। সর্বশেষ গত বছর ‘বাপ্পা মজুমদার অডিসি’ শিরোনামে কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল তাঁর একক কনসার্ট।

এদিকে শিগগির প্রকাশ পাবে বাপ্পা মজুমদারের নতুন গান ‘আগামীকাল’। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাওয়ার পরিকল্পনা করছেন বাপ্পা।

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল