হোম > বিনোদন > গান

তৃতীয়বার মঞ্চে মমতাজ, স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

শঙ্কা কাটল। সন্ধ্যা সোয়া ৬টায় শুরু হয়েছিল ঝুম বৃষ্টি। মাঠের দর্শকরা গ্যালারিতে আশ্রয় নেন। টানা বৃষ্টিতে শঙ্কা তৈরি হয় কনসার্ট পণ্ড হয়ে যাবে কিনা। ঘণ্টাখানেক বৃষ্টির পর ফেরে স্বস্তি, বৃষ্টি থামার পর। এরপর শুরু এ আর রাহমানের অপেক্ষা। 

সন্ধ্যা ৭টায় মঞ্চে ওঠার কথা থাকলেও বৃষ্টির কারণে মঞ্চে আসতে বিলম্ব ঘটে। এ সময় আবারো মঞ্চে আসেন মমতাজ। তিনি ‘পাঙ্খা’, ‘লোকাল বাস’ গান গেয়ে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। 

অপেক্ষা চলতে থাকে এ আর রহমান কখন আসবেন। রাত তখন সাড়ে আটটা। মঞ্চ থেকে বিদায় নেন মমতাজ। খানক বাদেই স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনের পর স্টেডিয়ামে উপস্থিত সবাই একসঙ্গে জাতীয়সংগীত পরিবেশন করেন।  

৮টা ৩৮ মিনিটে তৃতীয়বার মঞ্চে ওঠেন মমতাজ। সঙ্গে তাঁর দুই কন্যা। ‘জয় মুজিবুর, জয় স্বাধীনতা’ শিরোনামের গান দিয়ে শুরু করেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আ‌য়ো‌জিত `ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ এর পর্দা উ‌ঠে বিকাল ৫টায়। ম‌ঞ্চে আসে মাইলস ব্যান্ড। তাঁরা পরিবেশনা শুরু করেন জন‌প্রিয় গান ‘চাঁদ তারা সূর্য’ দিয়ে। এরপর তাঁরা একে একে প‌রি‌বেশন ক‌রেন‌ ‘নীলা’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’-এর মতো জনপ্রিয় গান।

বিকেল ৫টা ৪০ মিনিটে মঞ্চে ওঠেন মমতাজ বেগম। তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন ‘রক্তে সাগর’ গান দিয়ে। এরপর একে একে গেয়েছন ‘না জানি কোন অপরাধে,’ ‘মড়ার কোকিলে’-এর মতো জনপ্রিয় গান।

অনুষ্ঠান উপস্থাপনা কর‌ছেন রুমানা মা‌লিক মুনমুন। কনসা‌র্টের মূল আকর্ষণ এআর রহমান ম‌ঞ্চে উঠ‌বেন ৭টার পর।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় ভেন্যুর দ্বার খুলে দেওয়ার আগে থে‌কেই গে‌টের সাম‌নে দর্শক‌দের সা‌রি দেখা গে‌ছে। বেলা বাড়ার স‌ঙ্গে সঙ্গে দর্শকদের সমাগমও বাড়ছে। কেউ প‌রিবা‌রের স‌ঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে কনসা‌র্টে এসেছেন। মিরপু‌র থে‌কে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া হাসান ফয়সাল বলেন, ‘আমি এআর রহমানের ভক্ত। তাঁর নতুন গান প্রকাশ হলেই শুনি। এবার সরাসরি তাঁর গান শোনার জন্য উদগ্রীব হয়ে আছি।’ 

মাইলস ও মমতাজের পরিবেশনা শেষে একঘন্টা বিরতি দেওয়া হয়।  এ আর রাহমানের প্রতীক্ষায় যখন স্টেডিয়াম ভর্তি দর্শক তখনই শুরু হয় বৃষ্টি।

কবীর সুমনের কথা ও সুরে সিনেমায় আসিফের গান

এ আর রাহমানের অভিযোগের পাল্টা যুক্তি দিলেন শান

৭২ বছর বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

বিয়ের গুঞ্জনে সিলমোহর দিলেন জেফার ও রাফসান

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে