কানাডা প্রবাসী বাংলাদেশি শিল্পী আশেক মনজুরের সুর ও সংগীতায়োজনে নির্মিত দুটি দ্বৈত গানের মিউজিক ভিডিওর শুটিং হলো কলকাতায়। গান দুটির শিরোনাম ‘ভালোবাসি’ ও ‘অনুভবে’। ‘ভালোবাসি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আশেক মনজুর ও নাজু আখন্দ। গানের কথা লিখেছেন পিঙ্কি ভৌমিক। ‘অনুভবে’ শিরোনামের গানটি লিখেছেন নীল মাহাবুব ও নাইস নূর। কণ্ঠ দিয়েছেন মাহাতিম সাকিব ও দোলা রহমান।
আশেক মনজুর বলেছেন, ‘চেষ্টা করেছি সুন্দর দুটি গান উপহার দিতে। লোকেশনে ভিন্নতা আনতেই কলকাতার দৃষ্টিনন্দন লোকেশনগুলোতে শুটিং করেছি। কিছুদিনের মধ্যেই গান দুটি প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি পি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।’