হোম > বিনোদন > গান

উত্তরসূরিরা স্মরণ করলেন ‘কনসার্ট ফর বাংলাদেশ’

১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনের মূল নায়ক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সুবর্ণজয়ন্তীতে সংগীততারকা রবিশঙ্কর আর জর্জ হ্যারিসনের উত্তরসূরিরা স্মরণ করেছেন ঐতিহাসিক সেই কনসার্টের কথা। সেই কনসার্টের একটি ভিডিওর অংশ টুইটারে পোস্ট করে রবিশঙ্করের মেয়ে সুরকার ও সেতারবাদক আনুশকা শঙ্কর লিখেছেন: ‘আজ থেকে ৫০ বছর আগে এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তার জন্য বাবা ও জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। বেনিফিট কনসার্টের যে ধারণা আজ আমাদের মধ্যে রয়েছে, সেই সময় তার মানদণ্ড তাঁরা তৈরি করে দিয়েছিলেন।’

রবিশঙ্করের তৃতীয় স্ত্রী সুকন্যা শঙ্করের সংসারে জন্ম নিয়েছেন আনুশকা। বর্তমানে তিনি লন্ডনে থিতু হয়েছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এর সাত বছর পর জর্জ হ্যারিসন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেন ধনি হ্যারিসন। তিনিও বাবার পথেই হেঁটেছেন। যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন তিনি। এক টুইটে ধনি লেখেন: ‘৫০ বছর আগে আজকের এই দিনে বাংলাদেশের জরুরি ত্রাণ সহায়তায় অর্থ সংগ্রহের জন্য জর্জ হ্যারিসন ও রবিশঙ্কর কনসার্ট ফর বাংলাদেশের আয়োজন করেছিলেন। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) সঙ্গে সেই লিগ্যাসি আজও অব্যাহত আছে।’

সুবর্ণজয়ন্তীর বছরে ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রবিশঙ্করের মেয়ের পাশাপাশি জর্জ হ্যারিসনের ছেলেরও। কিন্তু সেই আয়োজন করোনার কারণে সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন

শুভমিতা ও ঊষা উত্থুপের কণ্ঠে সাবরিনার গান

কনসার্টে অস্থিরতার বছর

সংগীতে আলোচিত ঘটনা

বিশ্বসংগীতের জমকালো বছর

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব