হোম > বিনোদন > গান

ঘিওরে লালনের গানে মুগ্ধ হাজারো দর্শক

আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ

একতারা, ডুগডুগি, মন্দিরা আর ঢাক-তবলার তালে তালে শ্বেতশুভ্র বসনধারী শিল্পী গেয়ে উঠলেন ‘ভবে মানুষ গুরু নিষ্ঠা যার/ সর্বসাধন সিদ্ধ হয় তার’। মুহুর্মুহু করতালি, চারদিকে উৎসুক শত শত দর্শক-শ্রোতার অপেক্ষা। এরপর ‘শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা/ যেখানে সাঁইর বারাম খানা’। এমন জনপ্রিয় আর হৃদয়স্পর্শী লালনের গানে ভক্ত অনুরাগী আর দর্শকেরা মানিকগঞ্জের ঘিওরে জড়ো হলো এক মিলনমেলায়। আজ বুধবার সন্ধ্যা সাতটায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলমান লালনের গান মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন হাজারো নারী-পুরুষ।

উপজেলার বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ মাঠে ছয় দিনব্যাপী খাজা মঈনুদ্দিন চিশতি (রহ.) বার্ষিক ওরস মোবারক ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।  এ উপলক্ষে আয়োজিত আজ সন্ধ্যায় ‘লালন সন্ধ্যা’য় গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় লালনশিল্পী সাগর বাউল, রাকিব হোসেনসহ একঝাঁক তরুণ লালনসংগীতশিল্পী। তাঁরা গানে গানে দর্শকদের মধ্যে ছড়িয়ে দেন লালনের বাণী।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। মো. মাসুদুর রহমান টিটো ও রিপন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু,  ওরস ও মেলা উদ্‌যাপন কমিটির খাদেম মো. আলমাছ উদ্দিন বিশ্বাস চিশতি আল নিজামী, সাধারণ সম্পাদক মো. মোখতারুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলিম মিন্টু, আয়োজক কমিটির সহকারী খাদেম মো. কলিম উদ্দিন ভান্ডারি প্রমুখ।

উদ্‌যাপন কমিটির খাদেম মো. আলমাছ উদ্দিন বিশ্বাস বলেন, ‘লালনের মর্মবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং লালনের গানে গানে সম্প্রীতির আহ্বান জানানোর উদ্দেশ্যেই ছয় দিনের মেলায় দুই দিন লালনগীতির আয়োজন করা হয়েছে। মেলায় আরও থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় আলোচনা, বাউল গান ও বিচার গান।’

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস