হোম > বিনোদন > গান

লাইফ সাপোর্টে শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল

ক্যানসারের সঙ্গে যুদ্ধ করতে করতে অবশেষে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ ১১ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী ও নির্মাতা। ক্যানসার শনাক্ত হওয়ার পর থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। 

জুয়েলের স্ত্রী উপস্থাপক ও সংবাদ পাঠিকা সংগীতা আহমেদ জানিয়েছেন, অক্টোবর থেকে প্যালিয়েটিভ কেয়ারে ছিলেন জুয়েল। কিছুদিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জুয়েলকে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার রাতে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। জুয়েলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তাঁর স্ত্রী সংগীতা জুয়েলের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে জুয়েলের। ধীরে ধীরে ক্যানসারের জীবাণু ফুসফুস এবং হাড়ে সংক্রমিত হয়। 

নব্বইয়ের দশকে জনপ্রিয় হয়ে ওঠা এই শিল্পীর প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৩ সালে, নাম ‘কুয়াশা প্রহর’। পরের বছর প্রকাশিত ‘এক বিকেলে’ অ্যালবামটি তাকে জনপ্রিয়তা এনে দেয়। এর পর একে একে প্রকাশিত হয় আরও অনেক অ্যালবাম। গানের পাশাপাশি তিনি ইভেন্ট ম্যানেজমেন্ট করতেন, নির্মাণ করতে টিভি অনুষ্ঠান।

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ

মৃত্যুর ৪ দিন পর প্রকাশিত হলো জেনস সুমনের নতুন গান

ঢাকায় বোম্বে এক্সপেরিয়েন্সের কনসার্ট ও মাস্টারক্লাস

ফারিণের মন গলাবেন ইমরান

একের পর এক বন্ধ হচ্ছে বিদেশি শিল্পীদের কনসার্ট

আমরা সূর্যমুখীর সুবর্ণজয়ন্তীতে গাইবে জলের গান

মারা গেছেন ‘একটা চাদর হবে’খ্যাত গায়ক জেনস সুমন