হোম > বিনোদন > গান

কনসার্টে অর্থহীন, ১৫ ব্যান্ড নিয়ে শহরে আসছে রকফেস্ট

২০১৯ সালের পর আবারও শহরে আসছে রকফেস্ট। ওই বছর স্কাই ট্র্যাকার লিমিটেড ১০টি ব্যান্ড নিয়ে প্রথমবারের মতো রকফেস্টের আয়োজন করেছিল। করোনার কারণে গত বছর আয়োজনটি হয়নি।

এবার আরও বেশি সংখ্যক ব্যান্ড নিয়ে আরও বড় আয়োজনে রকফেস্টের দ্বিতীয় সিজনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকার। আগামী ২৩ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে দ্বিতীয়বারের মতো বসবে রকফেক্টের আয়োজন।

আয়োজক প্রতিষ্ঠান স্কাই ট্র্যাকারের প্রধান নির্বাহী কর্মকর্তা দোজা এলান বলেন, ‘ব্যান্ডসংগীতের অন্যতম ধারা রক মিউজিক। বাংলাদেশের তরুণদের কাছে এই ধারা ভীষণ জনপ্রিয়। প্রথমবারের মতো রকফেস্ট আয়োজন করে ভীষণ সাড়া পেয়েছিলাম। এবারও দেশের ১৫টি ব্যান্ড নিয়ে রকফেস্টের দ্বিতীয় আয়োজন নিয়ে আসছি।’

রকফেস্টের দ্বিতীয় সিজনে গাইবে ব্যান্ড অর্থহীন, ওয়ারফেজ, ক্রিপ্টিকফেট, অ্যাভয়েড রাফা, ইন্দালো, দ্য ট্রি, আফটারম্যাথ, ব্রক্ষ্মপুত্র, সাবকনশাস, আরেকটা রক ব্যান্ড, ট্র্যাশ, শুভযাত্রা, কনক্লুশনসহ ১৫টি ব্যান্ড।

প্রথমবারের মতো পুরো ইভেন্টটি লাইভ স্ট্রিম করবে ভিডিও ও এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি। এ অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে রকফেস্টের আয়োজন সরাসরি উপভোগ করা যাবে।

৬ ইয়াং স্টারকে নিয়ে ৩ বিচারকের গান

বাতিল হলো আতিফ আসলামের কনসার্ট, হতাশ শিল্পীরা

সংগীত নিয়ে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা জানতে চান হামিন আহমেদ

বিজয়ের মাসে সুমীর চার গান

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

গান-আড্ডায় শহীদ মাহমুদ জঙ্গীর ৭০ বছর

কনা বললেন, মেহেদিরাঙা ছবির সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক নেই

প্রকাশিত হলো শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

হারমোনি অব ফ্রেন্ডশিপে সোনার বাংলা সার্কাস

আতিফের সঙ্গে একই মঞ্চে গাইবে ব্যান্ড নেমেসিস ও ফুয়াদ