হোম > বিনোদন > গান

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার আক্ষেপের গান

১৮ বছর আগে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছিল আরমান খানের লেখা ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ শিরোনামের একটি গান। গানটি গেয়েছিল ব্যান্ড প্রমিথিউস। ১৮ বছর পর আবার নতুন করে নিজের লেখা গানটি নতুন সুর ও সংগীত আয়োজনে গাইলেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আরমান খান। সংগীত আয়োজন করেছেন আদনান খান। গানের কথায় প্রকাশ পেয়েছে একজন শিল্পীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার আক্ষেপ ও দুঃখ।

সম্প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন রায়হান খান। পর্দায় থাকছেন শিল্পী আরমান খান নিজেই। ভিডিওর শুটিং হয়েছে গ্র্যান্ড সুলতান রিসোর্টসহ সিলেটের বিভিন্ন লোকেশনে।

বিজয় দিবসের আগেই বিশেষ গানচিত্রটি প্রকাশ পাচ্ছে সিএমভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ প্রসঙ্গে আরমান খান বলেন, ‘গানটি লিখেছি ১৮ বছর আগে। লেখার অনুভূতিটা এখনো একই আছে। এখনো আমার ভেতরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাইতে না পারার আক্ষেপ কাজ করে। অথচ ১৯৭১ সালে আমার জন্মই হয়নি! তো স্বাধীনতার এই সুবর্ণজয়ন্তীতে মনে হলো, এবার অন্তত একটা গান কণ্ঠে নিয়ে দেশের সামনে দাঁড়াই। আমার বিশ্বাস, গানটি দেশপ্রেমিক প্রতিটি মানুষের ভালো লাগবে অথবা হৃদয়ে নাড়া দেবে।’

‘ময়না’র পর কোনাল-নিলয়ের নতুন গান ‘ও জান’

তুমুল হট্টগোলে ফরিদপুরে পণ্ড হলো কনসার্ট, আয়োজকদের দুষলেন জেমস

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে বিটিভিতে ব্যান্ড উৎসব

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা