হোম > বিনোদন > গান

এ মাসেই আসছে আসিফের বায়োগ্রাফি ‘আকবর ফিফটি নট আউট’

আলোচিত সংগীত তারকা আসিফ আকবরের জীবনী লেখা হচ্ছে। এ মাসের শেষদিকে প্রকাশ পাবে ‘আকবর ফিফটি নট আউট’ নামের এ বই। লিখছেন সোহেল অটল।

সম্প্রতি আসিফের বায়োগ্রাফি বই ‘আকবর ফিফটি নট আউট-এর চুক্তি স্বাক্ষরিত হল। লেখক সোহেল অটল, কণ্ঠশিল্পী আসিফ আকবর ও প্রকাশনা সংস্থা সাহস পাবলিকেশনসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। লেখক ও শিল্পীর সঙ্গে বইটি প্রকাশনা সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন সাহস পাবলিকেশনসের কর্ণধার নাজমুল হুদা রতন।

আসিফ আকবর বলেন, ‘আমার জীবনের প্রকাশিত-অপ্রকাশিত সকল বিষয় নিয়েই এই বায়োগ্রাফি বুক। নানান বিতর্কিত বিষয় এই বইতে সংযুক্ত থাকছে। বইটি লেখার জন্য লেখক সোহেল অটল ৯ মাস ধরে প্রায় ২ শ মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। নানা জায়গায় গিয়েছেন। আশা করছি, এই বইয়ে তিনি আমার পঞ্চাশ বছর জীবনের পরিপূর্ণ চিত্র তুলে ধরতে পারবেন।’

আকবর ফিফটি নট আউট-এর লেখক সোহেল অটল বলেন, ‘আসিফ আকবরের জীবন নানান শাখা-প্রশাখায় বিস্তৃত। এ কারণেই তাঁর জীবনের গল্পের উপাদান তুলে আনতে কিছুটা সময় লেগেছে। আসিফ আকবর সম্পর্কে যাদের আগ্রহ আছে, ‘‘আকবর ফিফটি নট আউট’’ তাঁদের আগ্রহ মেটাতে পারবে।’

প্রায় ২০ ফর্মার ‘আকবর ফিফটি নট আউট’ বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। ৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশনস। বইটি একই সঙ্গে কলকাতা থেকেও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তী সময়ে প্রকাশিত হবে বইটির ইংরেজি সংস্করণ। পাশাপাশি বইটির অডিও সংস্করণও শিগগিরই মুক্তি দেওয়া হবে।

সম্মানী না পাওয়ার অভিযোগ মতিন চৌধুরীর, অস্বীকার করলেন দীপন

বড়দিন উপলক্ষে শিল্পকলায় বিশেষ আয়োজন

নতুন গান নিয়ে আসছেন পান্থ কানাই

হাদির জন্য গান

বাপ্পা মজুমদারের নতুন গান ‘এই ব্যথা’

ঢাকায় দুই কনসার্টে গাইলেন আতিফ আসলাম

হাসপাতাল থেকে ফিরে অভিমানী নচিকেতা

জয়তী ও সমরজিতের ‘যদি অকারণ’

প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির দোলাচলে ‘পালে লাগে নারে হাওয়া’

জুবিন গর্গের মৃত্যুর চার্জশিট দাখিল, চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ