হোম > বিনোদন > গান

সমীরের সুরে সুমনের সংগীতে গাইলেন শুভমিতা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন গান সুর করেছেন বাংলাদেশের আলাউদ্দিন মাহমুদ সমীর। সুমন কল্যাণের সংগীত আয়োজনে গানটি গাইলেন পশ্চিমবঙ্গের শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘তুমি দুঃখ দিয়ো এ মনে’ শিরোনামের গানটি লিখেছেন মাহমুদ মুরাদ।

এ প্রসঙ্গে এক ভিডিওবার্তায় শুভমিতা বলেন, ‘খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি, আরও একটি বাংলা গান গাইলাম। গানটি গাইতে আমার খুব ভালো লেগেছে। গানটির সঙ্গে জড়িয়ে থাকা সব কলাকুশলী ও বাদ্যযন্ত্রীদের আমার আন্তরিক অভিনন্দন। খুব আনন্দ করে গানটি গেয়েছি। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন। এই কামনা করছি।’

সুরকার আলাউদ্দিন মাহমুদ সমীর বলেন, ‘সুমন কল্যাণের অনুরোধেই গানটির সুর করা। পুরো আয়োজন আসলে সুমনের। তিনিই পুরো সংগীতায়োজন করে শুভমিতার সঙ্গে যোগাযোগ করে পুরো গানটি করেছেন। সবার মিলিত প্রচেষ্টাতেই গানটি তৈরি সম্ভব হয়েছে।’

সংগীতায়োজক সুমন কল্যাণ বলেন, ‘গানটির সুর ও সংগীত করেছি বাংলাদেশেই। শিল্পী শুভমিতা কলকাতার স্টুডিও থেকে কণ্ঠ দিয়েছেন। আজ (গতকাল) গানের অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রগুলো বাজানো শেষ হলে মাস্টারিং শুরু করব। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি শ্রোতাদের একটি সুন্দর বাংলা গান উপহার দিতে। সবার ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’

আসছে দুর্গাপূজা উপলক্ষে গানটি কাঙাল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

ইউসিবি নাইট মাতালেন রুনা লায়লা, হাবিব, প্রীতম ও দোলা

সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’

১০ বছরে কুঁড়েঘর ব্যান্ড

আইনি ব্যবস্থা নেবেন তৌসিফ

নব্বইয়ের দশকের আমেজে ফাহমিদা নবীর তিন গান

এ আর রাহমান এবার অভিনয়ে

নতুন অ্যালবাম নিয়ে ২০ মার্চ ফিরছে বিটিএস

কুমার বিশ্বজিতের সুরে মৌমিতার নতুন গান

খালেদা জিয়ার সঙ্গে শৈশবের স্মৃতি জানালেন সংগীতশিল্পী পুতুল

ফরিদা পারভীনের জন্মদিনে শিল্পকলায় বিশেষ আয়োজন