আয়রন ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রের চুইংগাম নিয়ে তুলকালাম। সম্প্রতি তাঁর একটি চিবানো চুইংগাম নিলামে তোলা হয়েছে। অনলাইন নিলাম প্রতিষ্ঠান ‘ইবে’তে চুইংগামটির বিপরীতে দাম হাঁকা হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড ওয়াক অব ফেম অনুষ্ঠানে ‘আয়রন ম্যান’ সিনেমার পরিচালক জন ফাভরিউরের নামের ল্যান্ডমার্ক স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানে ডাউনি মজা করে তাঁর মুখ থেকে চুইংগামের একটি টুকরো বের করে ল্যান্ডমার্কটির নতুন তারকাতে আটকে রেখেছিলেন। এক ভক্তের দাবি সেটি তিনি সংগ্রহ করে নিলামে তুলেছেন। এ ঘটনায় রবার্ট ডাউনি জুনিয়রের কোনো বক্তব্য পাওয়া না গেলেও নিলামের বিষয়টি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।