হোম > বিনোদন > হলিউড

ডোয়াইন জনসন কি পারবেন গল গাদতকে ধরতে

গল গাদতের নতুন ছবি ‘রেড নোটিশ’। ছবিটিতে তাঁর সহশিল্পী ডোয়াইন জনসন ও রায়ান রেনল্ডস। ‘ওন্ডার ওমেন’খ্যাত গল গাদত এই ছবিতে চোরের ভূমিকায় অভিনয় করবেন। যে চোরকে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। তাঁকে ধরার দায়িত্ব দেওয়া হয়েছে এফবিআইয়ের শীর্ষ কর্মকর্তা জন হার্টলিকে (ডোয়াইন জনসন)।

বিশ্বব্যাপী অভিযান চালিয়ে তারা এই চোরের সন্ধান পায়। জানতে পারে, গাদতের সঙ্গে একটি জোটবদ্ধ চোরের দল রয়েছে, যারা বিভিন্ন দেশের মূল্যবান শিল্প চুরি করে। এই শিল্প চোরকে ধরতে আরেক সাহসী চোর নোলান বুতের (রায়ান রেনল্ডস) সঙ্গে চুক্তি করে এফবিআই। ছবিটির পরতে পরতে দারুণ অ্যাডভেঞ্চার দেখা যাবে।

রওসন মার্শাল থারবার পরিচালিত ছবিটিতে গল গাদত, ডোয়াইন জনসন, রায়ান রেনল্ডস ছাড়া আরও রয়েছেন ক্রিস ডায়ামান্টোপলোস, ঋতু আর্যসহ অনেকেই।

আগামী ১২ নভেম্বর নেটফ্লিক্সে ছবিটির প্রিমিয়ার হবে।

আরও পড়ুন:

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস