হোম > বিনোদন > হলিউড

যৌন নিপীড়ন: আদালতে নির্দোষ প্রমাণিত অস্কারজয়ী অভিনেতা স্পেসি

যৌন নিপীড়নের মামলায় অস্কারজয়ী হলিউড অভিনেতা কেভিন স্পেসিকে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছেন লন্ডনের একটি আদালত। গতকাল বুধবার দক্ষিণ লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতের বিচারক এ রায় দেন।

কেভিন স্পেসির বিরুদ্ধে সাতটি যৌন নিপীড়ন এবং অন্য দুটি যৌন অপরাধের অভিযোগ ছিল। সিএনএন জানিয়েছে, সব অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি।

কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগকারীদের মধ্যে চারজনই পুরুষ। আদালত চারজনের অভিযোগ ও সাক্ষীদের সাক্ষ্য শুনেছেন, তবে আইনি বাধ্যবাধকতার কারণে তাঁদের নাম প্রকাশ করা হয়নি।

তবে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে। স্পেসির বিরুদ্ধে আনা ১২টি অভিযোগের ঘটনার সময়কাল ২০০১ থেকে ২০১৩-এর মধ্যে। বলপূর্বক যৌনাঙ্গ চেপে ধরে ধর্ষণের চেষ্টা, অনুমতি ছাড়া অজ্ঞান অবস্থায় যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

উল্লেখ্য, বছর ছয়েক আগে যৌন অসদাচরণের অভিযোগ আলোচনায় এলে দুবার অস্কারজয়ী হলিউডের এই জনপ্রিয় অভিনেতা লোকচক্ষুর অন্তরালে চলে যান। অভিযোগ ওঠার পর টিভি শো ‘হাউস অব কার্ডস’ এবং চলচ্চিত্র ‘অল দ্য মানি ইন দ্য ওয়ার্ল্ড’ থেকেও বাদ পড়েন তিনি। খ্যাতিমান এই অভিনেতা ও পরিচালক ‘আমেরিকান বিউটি’ (২০০০) চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ও ‘দি ইউজুয়াল সাসপেক্টস’ (১৯৯৬) ছবির জন্য সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে অস্কার পান।

স‌র্বোচ্চ ব‌্যবসাসফল সিনেমার অভিনেত্রী জো সালদানা

তারকাখচিত গোল্ডেন গ্লোবসের মঞ্চে সেরা হলেন যাঁরা

বেলা তারের সিনেমা নিয়ে বিশেষ আয়োজন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড

চলে গেলেন প্রখ্যাত পরিচালক বেলা তার

ক্রিটিকস চয়েসে সেরা অভিনেতা শ্যালামে সেরা অভিনেত্রী জেসি বাকলি

বিলিয়নের ঘর পেরোল অ্যাভাটার ৩

নতুন বছরে মাতাবে যেসব সিনেমা

অ্যানিমেশন ও হররের সাফল্য বেশি হলিউডে

হলিউডের আলোচিত ঘটনা