হোম > বিনোদন > হলিউড

কন্যা লিয়ার জন্যই বাঁচেন ব্র্যাডলি কুপার

রুশ সুপার মডেল ইরিনা শায়েকের সঙ্গে হলিউড তারকা ব্র্যাডলি কুপারের পাঁচ বছরের প্রেমের ইতি ঘটে ২০১৯ সালে। এই জুটির কন্যাসন্তান লিয়ার জন্ম হয় ২০১৭ সালে। আলাদা হলেও কন্যার জন্য দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। ব্র্যাডলি কুপার মনে করেন, লিয়ার জন্ম না হলে হয়তো তিনি পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতেন। সম্প্রতি ড্যাক্স শেপার্ডের পডকাস্টে এমনটাই জানিয়েছেন অভিনেতা।

বাবা হওয়ার পর জীবনকে নতুন করে চিনেছেন বলে জানিয়েছেন কুপার। তাঁর কথায়, ‘বাবা–মায়েরা সন্তানের জন্য বলেন—আমার সন্তানের জন্য মরতেও প্রস্তুত আছি। কিন্তু সত্যি আমার কন্যার জন্মের পর প্রথমে আমি এমন কিছুই উপলব্ধি করতে পারিনি। প্রথম কয়েক মাস, এমনকি তখন আমি ঠিক জানতাম না সত্যিই বাচ্চাটাকে ভালোবাসতে পেরেছি কি না। কিন্তু আস্তে আস্তে আমার অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি বদলে যতে থাকে। আমার সন্তানের জন্ম না হলে আমি বেঁচে থাকতাম কি না জানি না!’

বিচ্ছেদ হলেও লিয়ার জন্য মাঝেমধ্যে ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েককে একসঙ্গে দেখা যায়। তাঁরা বলেন, কো–প্যারেন্টিং করছেন। লিয়াকে নিয়ে দেশ বিদেশে তাঁদের ঘুরতে দেখা যায়। ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক দুজনেই বিভিন্ন সময়ে জানিয়েছেন, কন্যা লিয়াকে ঘিরেই তাঁদের পৃথিবী। শত ব্যস্ততার মধ্যেও কন্যার জন্য আলাদা সময় থাকে তাঁদের। এমনকি দুজন দেখভাল করবেন বলে কন্যার জন্য কোনো আয়াও রাখেননি তাঁরা। 

উল্লেখ্য, ২০০৭–এ অভিনেত্রী জেনিফার এসপোসিটোকে বিয়ে করেন কুপার। সেই বিয়ে ভেঙে যাওয়ার পর রেনে জেলওয়েগার, জো সালডানা, মডেল সুকি ওয়াটারহাউজের সঙ্গে ডেট করেছিলেন অভিনেতা। অন্যদিকে পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই কুপারের প্রেমে পড়েন ইরিনা।

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়

অ্যাভাটারে এআই ব্যবহার করেননি ক্যামেরন

জেমস ক্যামেরনের পরিচালনায় আইলিশের কনসার্ট ফিল্ম

স্কুইড গেম এবার হলিউডে