হোম > বিনোদন > হলিউড

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ দেখেননি জনি ডেপ 

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রের বদৌলতেই জনি ডেপকে চিনেছে বিশ্ববাসী। হলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা নিজের ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমা নাকি দেখেননি। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ দেখেননি জনি ডেপ। 

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, সম্প্রতি জনি ডেপ বলেন, ‘আমি প্রথম পাইরেটস সিনেমা দেখিনি। কিন্তু আমি বিশ্বাস করি সিনেমাটি বেশ ভালো করেছে। কেননা, তাঁরা এই ফ্র্যাঞ্চাইজিটি আরও তৈরি করতে চেয়েছেন এবং আমি তা করতে পেরেছি। ২০০৩ সালে মুক্তি পায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর প্রথম কিস্তি। চারটি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিল সিনেমাটি। এমনকি আমি নিজেও সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছিলাম।’ 

জনি ডেপ এমন একটা সময় এই সত্য উন্মোচিত করলেন, যখন কিনা প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি লড়াই চলছে তাঁর। মামলাটির বিচার কার্যক্রম চলছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। 

এর আগেও বিভিন্ন সময়ে বেশ কয়েকজন নামী অভিনয়শিল্পী তাঁদের নিজের সিনেমা না দেখার কথা জানিয়েছেন। বিশ্বখ্যাত অভিনেতা টম হ্যাংকস বলেন, তিনি ‘ফরেস্ট গাম্প’সহ নিজের অভিনীত অনেক সিনেমা দেখেননি। 

খ্যাতিমান অভিনেতা আল পাচিনোও নিজের সিনেমা দেখেন না বলে গণমাধ্যমকে জানান। এমনকি এমা স্টোন কিংবা রিজ উইদারস্পুনও নিজ নিজ জনপ্রিয় সিনেমাগুলো দেখেননি। এমা স্টোন বলেন, ‘কে নিজেকে দীর্ঘ সময় পর্দায় দেখতে ভালোবাসেন?’

হলিউড সম্পর্কিত পড়ুন:

টম ক্রুজের নতুন সিনেমা ‘ডিগার’

প্যারামাউন্টের ১০৮ বিলিয়নের প্রস্তাবে না, নেটফ্লিক্সের ৭২ বিলিয়নের চুক্তিই চায় ওয়ার্নার ব্রস

হলিউডের পরিচালক ও তাঁর স্ত্রীর রহস্যময় মৃত্যু, ছেলে গ্রেপ্তার

প্লাস্টিক সার্জারি নিয়ে আপত্তি কেট উইন্সলেটের

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

নেটফ্লিক্সের ওয়ার্নার ব্রাদার্স কেনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ওয়ার্নার ব্রাদার্স কিনে সমালোচনার মুখে নেটফ্লিক্স

নেটফ্লিক্সের দখলে যাচ্ছে হলিউড সাম্রাজ্য, বাদ সাধতে পারে রাজনৈতিক চক্রান্ত

৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের সিনেমা ও স্ট্রিমিং ব্যবসা কিনছে নেটফ্লিক্স

অবশেষে জাস্টিন ট্রুডো-কেটি পেরির প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা এল, ইন্টারনেটে তোলপাড়