টাঙ্গাইলে কয়েকটি দৃশ্যের শুটিং শেষে গত ২৮ সেপ্টেম্বর জামালপুরে শুরু হয়েছিল ‘গলুই’ ছবির শুটিং। অক্টোবরজুড়ে শুটিং করেছেন শাকিব খান। টানা ৩৫ দিনের শুটিং শেষে শনিবার ঢাকায় ফিরেছেন তিনি। ‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা হয়েছেন পূজা চেরি। তিনিও ফিরেছেন ঢাকায়। নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে এটাই তাঁর প্রথম কাজ।
২০২০-২১ অর্থবছরের অনুদান পাওয়া ছবি ‘গলুই’। পরিচালনা করছেন এস এ হক অলিক। গতকাল রোববার তিনি জানান, শাকিব খান ও পূজার শুটিং শেষ। তাঁরা শনিবার ঢাকায় ফিরেছেন। আর তিন দিন কাজ করলে ছবির পুরো শুটিং শেষ হবে। জামালপুরেই এই তিন দিনের শুটিংয়ে থাকছেন সুচরিতা, সুব্রতসহ অনেকেই।
আশপাশের গ্রাম থেকে আসা মানুষের ঢল নেমেছিল ছবির শুটিং দেখতে। শুটিং স্পটের আশপাশেই অস্থায়ী দোকানপাট বসে যায়। যেন কোনো মেলা শুরু হয়েছে। শাকিব খান বলেন, ‘আমার অভিনয়জীবনে শুটিংয়ে এত মানুষের ভিড় দেখিনি। এই ভিড় সামলেই শুটিং করতে হয়েছে আমাদের। মানুষের ভিড় ঠেকাতে প্রশাসন সহযোগিতা করেছে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’
নৌকার গলুই থেকেই ছবির নামকরণ হয়েছে ‘গলুই’। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।
এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রের গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তাঁর সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে ছবিতে। যার একটি লিখেছেন এস এ হক অলিক, আরেকটি সোহেল আরমান।