হোম > বিনোদন > সিনেমা

এবারও জমজমাট কান উৎসব

বিনোদন ডেস্ক

ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনিশিয়ান স্কিম’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

ফ্রান্সের কান সৈকতে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরটি বসবে আগামী ১৩ থেকে ২৪ মে। এবার জুরিপ্রধান হিসেবে থাকবেন জুলিয়েট বিনোশে। রবার্ট ডি নিরোকে দেওয়া হবে সম্মানজনক পাম ডি’অর। এসব খবর আগেই জানা গিয়েছিল। গতকাল উৎসব কর্তৃপক্ষ জানাল, কোন কোন সিনেমা স্থান পাচ্ছে এবারের উৎসবে।

ফরাসি নির্মাতা এমিলি বোনিনের ‘লিভ ওয়ান ডে’ সিনেমার প্রদর্শনী দিয়ে শুরু হবে উৎসব। ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনিশিয়ান স্কিম’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভ্যাগ’, অ্যারি অ্যাস্টারের ‘এডিংটন’সহ অনেক জনপ্রিয় পরিচালিত সিনেমা এবার অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। কানের ডেলিগেট জেনারেল থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিশ নব্লোচ গতকাল এক সংবাদ সম্মেলনে এ বছরের লাইন আপ ঘোষণা করেন।

ভিয়েতনাম যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দ্য মাস্টারমাইন্ড’ নিয়ে কানে ফিরছেন কেলি রিচার্ড। ২০২১ সালে কান জয়ের পর এবার ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমা নিয়ে উৎসবে ফিরছেন নির্মাতা জোয়াকিন ট্রায়ার। ইরানি পরিচালক জাফর পানাহিও এবার কানে আসছেন তাঁর নতুন সিনেমা ‘আ সিম্পল অ্যাকসিডেন্ট’ নিয়ে।

কানের প্রাঙ্গণে পাওয়া যাবে দুবারের পাম ডি’অরজয়ী ডার্ডেন ব্রাদার্সকে, তাঁদের নতুন সিনেমা ‘ইয়াং মাদারস’। দক্ষিণ আফ্রিকার নির্মাতা অলিভার হারমানাস ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ দিয়ে এবারই প্রথম কানে পা রাখবেন। ২০২১ সালে স্বর্ণপামজয়ী নির্মাতা জুলিয়া ডুকোরনাউ নিয়ে আসছেন ‘আলফা’ নামের সিনেমা। এবারের কান উৎসবের বড় আকর্ষণ টম ক্রুজ। ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রিকনিং’ নিয়ে উৎসবে হাজির থাকবেন তিনি।

আলভীর হাত ধরে ফিরছে ভেঙে যাওয়া জুটি

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

‘মুজিব ভাই’ ও ‘খোকা’র নির্মাণ ব্যয় নিয়ে বিস্মিত পরিচালক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজকের সিনেমা

বাংলাদেশি সিনেমায় নেপালি অভিনেতা প্রমোদ

ঢাকায় আজ শুরু হচ্ছে সিনেমার উৎসব

রেকর্ড গড়ল ‘পিনিক’: এক টেকে পুরো গানের শুটিং

৩২ দেশের ৭৪ সিনেমা নিয়ে চলছে বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

মুক্তির দেড় বছর পর ‘ফাতিমা’ নিয়ে চুমকীর অভিযোগ, বিস্মিত নির্মাতা

এবার বাংলাদেশের হলে মুক্তি পাচ্ছে ‘সুলতানাস ড্রিম’