হোম > বিনোদন > সিনেমা

অনন্য মামুনের সিনেমায় কাজ করবেন না আমির খানের ভাই

শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা বানানোর কথা জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে নিশ্চিত করেছেন মামুন। গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা আমির খানের ভাই ফয়সাল খানকে। কিন্তু ফয়সাল খান আজ জানিয়েছেন তিনি সিনেমাটি করবেন না। তবে, অনন্য মামুনের সিনেমায় কাজ না করলেও বাংলাদেশের আরেক নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘সুইং’ সিনেমায় কাজ করছেন বলে নিশ্চিত করেন ফয়সাল খান।

আজ ছিল ফয়সাল খানের জন্মদিন। বিশেষ এ দিনে জুলফিকার জাহেদীর মাধ্যমে বাংলাদেশি দর্শকের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সে ভিডিওতে ফয়সাল খান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের আলী জুলফিকার জাহেদীর একটি সিনেমায় চুক্তি করেছি। নাম সুইং। সিনেমাটি বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হবে। আশা করছি খুব দ্রুত আমরা সিনেমাটির কাজ শুরু করতে পারব। আরেকটি বিষয়ে জানাতে চাই সম্প্রতি বাংলাদেশ ও ভারতে একটি খবর ছড়িয়ে পরেছে যে, বাংলাদেশের আরেক নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় আমি কাজ করব। আমি বলতে চাই, এ সিনেমাটি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল। সিনেমাটি করার কথাও জানিয়েছিলাম। কিন্তু মামুন আমার সঙ্গে চুক্তি করার আগেই পাবলিসিটি করছে। বিষয়টি আমার পছন্দ হয়নি। এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।’

এ বিষয়ে নির্মাতা অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ফয়সাল খানকে আমরা সিনেমার প্রপোজাল পাঠিয়েছিলাম। সম্মতিসূচক ফিরতি মেইল পাওয়ার পরেই আমি সবাইকে তাঁর ব্যাপারে জানিয়েছিলাম। তিনি যদি বলে থাকেন সিনেমাটি করবে না, তাহলে আমার কিছু বলার নেই। এ ব্যাপারে এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’

খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন: জয়া আহসান

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চলে গেলেন ‘নারী স্বাধীনতার প্রতীক’ ব্রিজিত বার্দো

আবার শুরু হচ্ছে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং

আরব সিনেমার উত্থানের বছর

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’