ঢাকাই ছবির এ মুহূর্তের সবচেয়ে বড় তারকা শাকিব খান। ২০২১ সালে মাত্র একটি ছবি মুক্তি পেয়েছে শাকিবের— নবাব এলএলবি। ছবিটি প্রত্যাশিত ব্যবসায়িক সাফল্য পায়নি। তবে বছরের শেষটা জুড়ে তিনি আলোচনায় ছিলেন ‘গলুই’ ছবিতে অভিনয় করে।
এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’-তে শাকিব খান হাজির হয়েছেন একেবারেই গ্রাম্য চরিত্রে, যেমনটি আগে দেখা যায়নি। এছাড়া ছবিটির জন্য একটানা দেড় মাস সময় দিয়েছেন শাকিব। ‘গলুই’ দিয়ে শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন পূজা চেরি। সবমিলে ছবিটিকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তাতে অনেকেরই জানার ইচ্ছে, কবে আসছে আলোচিত ‘গলুই’?
সরকারি অনুদান পাওয়া এ ছবির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু জানিয়েছেন, আগামী রোজার ঈদে ‘গলুই’ মুক্তির পরিকল্পনা করছেন তিনি।
দেশের পাশাপাশি বিদেশেও ‘গলুই’ মুক্তির পরিকল্পনা প্রযোজকের।
এ ছবিতে শাকিব-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।