ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সাড়া ফেলেছে বাংলাদেশে। দেশের গণ্ডি পেরিয়ে গত ৭ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি। যুক্তরাষ্ট্রের ৩৭টি হলের পাশাপাশি কানাডার ৫টি হলে মুক্তি পেয়েছে প্রিয়তমা। প্রিয়তমার মুক্তি উপলক্ষে ৫ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছেন শাকিব। এখনো তিনি আছেন সেখানে।
শাকিবের পর এবার ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন অভিনেত্রী অপু বিশ্বাস। গত বুধবার রাতের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। ছেলেকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে দুটি ভিডিও শেয়ার করেন অপু। জানান এটি জয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফর।
যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কী কারণে সেখানে গেছেন তা জানাননি অপু। জানা গেছে, সেখানে কয়েকটি স্টেজ শোতে অংশ নেবেন অপু। ইতিমধ্যে দেশের অনেক তারকাই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে অবস্থান করছেন সেখানে।
শাকিবের প্রিয়তমার পাশাপাশি এবার ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’। সরকারি অনুদানের এ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে পথচলা শুরু করেছেন এ চিত্রনায়িকা।