ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যস্ততার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়ে মিম প্রায়ই হাজির হোন বিভিন্ন অবতারে। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন সেই সব মুহূর্ত।
আজ মিম তাঁর ফেসবুকে পোস্ট করেন বেশ কিছু ছবি, সেখানেই জানালেন, সুন্দর পোশাক পরাতেই তাঁর যত সুখ।
ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে মিম ভাসছেন ভক্তদের ভালোবাসায়। একজন মন্তব্য করেছেন, ‘এমন করেই সুন্দর থাকুন সব সময়।’ এ ছাড়া বেশির ভাগ ভক্ত মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।