হোম > বিনোদন > সিনেমা

সুন্দর পোশাক পরাতেই মিমের যত সুখ

ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যস্ততার বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হয়ে মিম প্রায়ই হাজির হোন বিভিন্ন অবতারে। নিজের সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেন সেই সব মুহূর্ত।

আজ মিম তাঁর ফেসবুকে পোস্ট করেন বেশ কিছু ছবি, সেখানেই জানালেন, সুন্দর পোশাক পরাতেই তাঁর যত সুখ।

ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে মিম ভাসছেন ভক্তদের ভালোবাসায়। একজন মন্তব্য করেছেন, ‘এমন করেই সুন্দর থাকুন সব সময়।’ এ ছাড়া বেশির ভাগ ভক্ত মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।

‘পরাণ’ ও ‘দামাল’-এর পর বিদ্যা সিনহা মিম হাজির হচ্ছেন তাঁর নতুন সিনেমা ‘অন্তর্জাল’ নিয়ে। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। সে ক্ষেত্রে দেশের যোদ্ধারা কতটা প্রস্তুত? এই ভাবনা থেকে নির্মিত হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন।

ঈদে মুক্তিপ্রতীক্ষিত ছবিটির পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। বিদ্যা সিনহা মিম ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন প্রমুখ।

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা