হোম > বিনোদন > সিনেমা

প্রভাসের ‘রাধে শ্যাম’ মুক্তি পাচ্ছে মার্চে

অবশেষে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় ছিল নির্মাতা রাধা কৃষ্ণ কুমার পরিচালিত এই রোম্যান্টিক ছবি। ছবিতে প্রভাসের সঙ্গে রয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। প্রভাস ও পূজা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবির একটি পোস্টার শেয়ার করে আজ বুধবার মুক্তির দিন ঘোষণা করেছেন। আর সেই কাঙ্ক্ষিত দিনটি আসছে ১১ মার্চ।

দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে প্রভাসের নতুন রোম্যান্টিক ঘরাণার ছবি ‘রাধে শ্যাম‘। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় মুক্তি পায়নি বাহুবলী তারকা প্রভাসের নতুন কোনো ছবি। তাই তাঁর ভক্তরা যে ‘রাধে শ্যাম‘ দেখতে মুখিয়ে আছেন, সে আর বলার অপেক্ষা রাখে না।

এর আগে ‘রাধে শ্যাম’ মুক্তির কথা ছিল গত ১৪ জানুয়ারি। এমনটা গত বছর ঘোষণা করেছিলেন ছবিটির প্রযোজকেরা। মুক্তি পেয়েছিল ট্রেলারও। কিন্তু বছর শেষে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে পিছিয়ে যায় ‘রাধে শ্যাম‘ ছবির মুক্তি। পিছিয়ে যায় বাহুবলীখ্যাত নির্মাতা এস এস রাজামৌলির আলোচিত ছবি ‘আরআরআর’ মুক্তির দিনও।

তবে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে ‘আরআরআর’ মুক্তির তারিখ। আগামী ২৫ মার্চ বড় পর্দায় আসছে বিপুল বাজেটের এই ছবি।

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’