হোম > বিনোদন > সিনেমা

সন্তান কোলে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী

ইচ্ছেপূরণ করলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। এক বছর অপেক্ষার পর অবশেষে বিয়ে করলেন পূজা ও কুণাল ভার্মা। সোমবার একদিকে যখন রাজকুমার রাও এবং পত্রলেখা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। ঠিক সেই সময়ই গোয়ায় ছিমছাম অনুষ্ঠানে কুণালের হাতে সিঁদুর পরলেন পূজা। একই রঙে সেজেছেন কুণাল ও পূজা। পূজার পরনে গোলাপি শাড়ি, গলায় গোলাপ ফুলের মালা। কুণালের পাঞ্জাবিতেও গোলাপি রং।

পূজার ছেলে কৃশিবের বয়স এক বছর এক মাস। তা বলে কি মায়ের শখ পূরণ করতে নেই! হ্যাঁ, এমনটাই মনে করেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। আর তাই তো ছেলেকে কোলে নিয়ে স্বামী কুণালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসলেন কলকতার জনপ্রিয় এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে পূজা শেয়ার করেছেন এক অন্তরঙ্গ ছবি। ক্যাপশনে লিখলেন, ফের নবদম্পতি। এই একই ছবি শেয়ার করে কুণাল লিখলেন, ‘তুমিই আমার রানি’।

গত বছর অক্টোবর মাসে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পূজা। অনেক দিন ধরে কুণাল ভার্মার সঙ্গে প্রেম করলেও অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন পূজা। বিয়ের আগে লিভ ইন সম্পর্কে ছিলেন দুজনে। এই অভিনেত্রীর প্ল্যান ছিল গত বছর ১৫ এপ্রিল জমজমাটভাবে বিয়ে করার। কিন্তু করোনার কারণে বিয়ের অনুষ্ঠান বাতিল হয়। অন্তঃসত্ত্বা অবস্থাতেই কুণালের সঙ্গে আইনি বিয়ে করেছিলেন পূজা। মনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন বাহারি বিয়ের অনুষ্ঠানের ইচ্ছে। ছেলে এখন একটু বড় হয়েছে। করোনা পরিস্থিতিও অনেকটা ঠিকঠাক। তাই আর দেরি না করে, নভেম্বরেই বিয়ের অনুষ্ঠানের ব্যবস্থা করে ফেললেন পূজা ও কুণাল।

টলিউডে বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তাঁকে। যার মধ্যে দেবের সঙ্গে ‘চ্যালেঞ্জ টু’, ‘হইচই আনলিমিটেড’ জনপ্রিয়। অন্যদিকে টেলিভিশনেও বেশ জনপ্রিয় পূজা বন্দ্য়োপাধ্যায়। ‘দেব কা দেব মহাদেব’ ধারাবাহিকে পূজার অভিনয় প্রশংসা পেয়েছে।

নতুন বছরের শুরুতে আসছে ইমনের সিনেমা

দেশে মুক্তি পেল হলিউডের দুই সিনেমা

গল্প চুরির অভিযোগ অস্কারে মনোনীত ‘হোমবাউন্ড’ সিনেমার বিরুদ্ধে

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’