হোম > বিনোদন > সিনেমা

এবার বিমান দুর্ঘটনা নিয়ে আরিয়ানের সিনেমা ‘ফ্লাইট ২২৭’

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। নির্মাতা হিসেবে দর্শকমহলে তাঁর অবস্থান বেশ পোক্ত। ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ‘উনিশ ২০’-এর পর নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ‘ফ্লাইট ২২৭’ শিরোনামের ওয়েব ফিল্মটির গল্প, চিত্রনাট্য আর সংলাপ নির্মাণ আরিয়ানের, যার কাহিনি এগোবে জার্নি, সম্পর্ক ও ট্র্যাজেডির মধ্য দিয়ে।

গতকাল মঙ্গলবার রাতে এর গল্প সম্পর্কে কিছু খোলাসা না করলেও একটি ডামি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। সেখান থেকে স্পষ্ট, বিমান দুর্ঘটনা নিয়েই এই গল্প। এর ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘জীবন হঠাৎ থমকে যায়!’ । এ থেকে গল্পটা সহজেই অনুমেয়, এবারের গল্পটি বিমান দুর্ঘটনার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে।

‘ফ্লাইট ২২৭’ প্রসঙ্গে আরিয়ান সংবাদমাধ্যমে বলেন, ‘একসঙ্গে অনেকগুলো গল্প মিলিত হবে এখানে। কখনো সম্পর্কের, কখনো প্রেমের, কখনো বন্ধুত্বের, আবার কখনো গল্পটা ক্রাইসিসের। এটা মূলত একটা জার্নির গল্প। কী জার্নি, কোথায় জার্নি, এই জার্নির শুরু কোথায়, শেষ কোথায়—সব জানা যাবে সিনেমায়।’

নির্মাতার প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে, একটি উড়োজাহাজ ভূপাতিত হয়ে পুড়ে প্রায় ছাই, কুণ্ডলী পাকিয়ে আকাশ ছুঁয়ে দিচ্ছে ধোঁয়া। ইগলচোখে তোলা পোস্টারের সেই ছবি আভাস দিচ্ছে ভয়ংকর এক বাস্তবতার।

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা