হোম > বিনোদন > সিনেমা

অনুদান পেলেন অমিতাভ রেজা, জয়া আহসান, সুমন

বিনোদন প্রতিবেদক

ঢাকা: রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ সিনেমা নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় ২০২০-২১ অর্থবছরে ২০ সিনেমাকে অনুদান দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) অনুদানপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

যে ২০টি ছবিকে অনুদানের তালিকায় রাখা হয়েছে, সেগুলো হলো-

মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা

ক্ষমা নেই
প্রযোজক ও পরিচালক জাহাঙ্গীর হোসেন মিন্টু (ইমি)।

সাড়ে তিন হাত ভূমি
প্রযোজক ও পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল।

মৃত্যুঞ্জয়ী
প্রযোজক বেগম বদরুন নেছা খানম। পরিচালক উজ্জ্বল কুমার মণ্ডল।

শিশুতোষ সিনেমা

মাইক
প্রযোজক এফ এম শাহীন পরিচালক হাসান জাফরুল ও এফ এম শাহীন।

নুলিয়াছড়ির সোনার পাহাড়
প্রযোজক ও পরিচালক লুবানা শারমিন।

সাধারণ শাখা

জয় বাংলা
প্রযোজক মিটু শিকদার, পরিচালক কাজী হায়াৎ।

জামদানী
প্রযোজক মো. জানে আলম, পরিচালক অনিরুদ্ধ রাসেল।

চাঁদের অমাবস্যা
পরিচালক ও প্রযোজক জাহিদুর রহিম অঞ্জন।

রইদ
প্রযোজক জয়া আহসান, পরিচালক মেজবাউর রহমান সুমন।

পেন্সিলে আঁকা পরী
প্রযোজক মাহজাবিন রেজা চৌধুরী, আসাদুজ্জামান, অমিতাভ রেজা। সিনেমাটি পরিচালনা করবেন অমিতাভ রেজা।

জলে জ্বলে
প্রযোজক ও পরিচালক অরুণ চৌধুরী।

অসম্ভব
পরিচালক ও প্রযোজক অরুণা বিশ্বাস।

ভাঙন
প্রযোজক ও পরিচালক মীর্জা শাখাওয়াত হোসেন।

দাওয়াল
প্রযোজক ও পরিচালক রকিবুল হাসান চৌধুরী (পিকলু)।

বলি
প্রযোজক রেজাউর রহমান খান (পিপলু আর খান), পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী।

শ্রাবণ জোৎস্নায়
প্রযোজক তামান্না সুলতানা, পরিচালক আব্দুস সামাদ খোকন।

দেশান্তর
প্রযোজক ও পরিচালক আশুতোষ ভট্টাচার্য (আশুতোষ সুজন)

গলুই
প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলিক।

দেয়ালের দেশ
প্রযোজক মাহফুজুর রহমান, পরিচালক ইব্রাহিম খলিল মিশু।

জলরঙ
প্রযোজক দেলোয়ার হোসেন দিলু, পরিচালক কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।

২০টি সিনেমার মধ্যে সর্বোচ্চ ৭০ লাখ টাকা পাচ্ছেন ‘চাঁদের অমাবস্যা’ সিনেমার পরিচালক ও প্রযোজক জাহিদুর রহিম অঞ্জন। এছাড়া মৃত্যুঞ্জয়ী, জয় বাংলা, জামদানী ও দাওয়াল এ চারটি সিনেমা পাবে ৬৫ লাখ টাকা করে। বাকি সিনেমাগুলো পাবে ৬০ লাখ টাকা। ২০টি সিনেমার মোট বাজেট ১২ কোটি ৩০ লাখ টাকা।

ছয় বছর পর অংশুর পরিচালনায় সুনেরাহ, আরশের সঙ্গে তোলা ছবি নিয়ে গুঞ্জন

ট্রেলারেই ঝড় তুলল নোলানের ‘দ্য ওডিসি’

তিন বছর পর বিচ্ছেদের খবর দিলেন বিন্দু

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার