হোম > বিনোদন > সিনেমা

পূজায় ঘুরে দাঁড়াল কলকাতার ছবি

এবার পূজায় একাধিক ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে বেশি সফলতা পাচ্ছে দেবের ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের জীবন পর্দায় তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এরপরই বক্স অফিস মাতাচ্ছে পরমব্রত ও কোয়েল মল্লিক অভিনীত ‘বনি’। বাজেট অনুসারে ‘বনি’ পূজায় সবচেয়ে এগিয়ে বলা যায়। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন মাতাচ্ছে জিত-মিমের ‘বাজি’। 

আজ শুক্রবার থেকে সারা বাংলাদেশে চলবে ‘বাজি’। সিনেমাটি বাংলাদেশে অনেক বড় পরিসরে রিলিজ হতে পারে। ইতিমধ্যে ‘মধুমিতা’,‘মণিহার’সহ বেশ কিছু বাংলাদেশের প্রথমসারির হলে এর পোস্টার ও প্রচারণা চলছে। জানা যায়, ছবিটি উচ্চ মূল্যে আমদানী করেছে বাংলাদেশী প্রদর্শকরা।

জয়দীপ মুখার্জির ‘এফআইআর’ ছবিতে প্রথমবার জুটি হয়েছেন অঙ্কুশ ও ঋতাভরী। প্রযোজনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘তখন কুয়াশা ছিল’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবিটি মোটামুটি মানের ব্যবসা করছে। ব্যবসায়িক সাফল্য না পেলেও প্রশংসিত হচ্ছে অরিন্দম শীলের ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর আদলে তৈরি চরিত্র মহানন্দা। নাম ভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’। একান্নবর্তী পরিবারের দুর্গাপূজার গল্প নিয়েই ছবি বানিয়েছেন ‘চিনি’-র পরিচালক।

অন্যদিকে দেবের প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেয়েছে টেলিভিশনে।

শাকিবভক্তদের রোষানলে প্রযোজক সুমি

‘রাক্ষস’-এর গল্প বাংলাদেশে নিয়ে এসেছে সুস্মিতাকে

এ সপ্তাহের ওটিটি: ‘সাবা’সহ মুক্তির তালিকায় যেসব সিনেমা-সিরিজ

আজ থেকে হল মাতাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

ঈদের সিনেমার দৌড়ে ‘বনলতা সেন’

সিনেমার জন্য বাংলা শিখছেন সাইফ আলী খান

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু ‘রইদ’ ও ‘মাস্টার’ সিনেমার

ফেব্রুয়ারিতে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’, দেখা যাবে ৩ ভাষায়

রটারড্যাম উৎসব দিয়ে যাত্রা শুরু হবে ‘রইদ’ সিনেমার

ওজন কমিয়ে শুটিংয়ে বাঁধন, মুক্তির অপেক্ষায় আরও দুই সিনেমা